আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না সৌদি আরব। ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়ে সৌদির কোনও দাবি নেই- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের পর বুধবার (৫ ফেব্রুয়ারি) এই ঘোষণা দিলো রিয়াদ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিন ইস্যুতে সৌদির অবস্থান খুবই সুস্পষ্টভাবে তুলে ধরেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তার বক্তব্যের কোনও ভিন্ন বা মনগড়া ব্যাখ্যার সুযোগ নেই।
এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আকস্মিক ঘোষণা দিয়ে প্রায় হুলস্থুল ফেলে দিয়েছেন ট্রাম্প। মঙ্গলবার তিনি বলেছেন, ফিলিস্তিনিদের অন্য কোথাও পুনর্বাসন নিশ্চিত করে গাজার অধিকার নেবে যুক্তরাষ্ট্র এবং সেখানকার অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করবে।
সৌদির প্রকাশিত বিবৃতিতে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনা প্রত্যাখান করে বলা হয়েছে, ফিলিস্তিন বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তনীয়। এ নিয়ে আলোচনার কিছু নেই।
ট্রাম্পের সঙ্গে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু আশা প্রকাশ করে জানিয়েছেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আন্তরিক প্রচেষ্টা চালাবে ইসরায়েল এবং তাদের এই প্রচেষ্টা সফল হবে।
ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিকীকরণে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টা গাজা যুদ্ধের কারণে স্থগিত হয়ে পড়ে। ২০২৩ সালের অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরু হওয়ার আগে, ওয়াশিংটনের নেতৃত্বে তেল আবিবের স্বীকৃতির জন্য রিয়াদের সঙ্গে আলোচনা প্রক্রিয়া চলছিল।
তবে, ইসরায়েলের সামরিক অভিযানের ফলে গাজায় ব্যাপক প্রাণহানি এবং মানবিক সংকটের মুখে আরব বিশ্বে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ স্থগিত করার সিদ্ধান্ত নেয় সৌদি আরব।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.