ভয়েস প্রতিবেদক , মহেশখালী:
কক্সবাজারের মহেশখালীর সমৃদ্ধি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্বের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকালে উপজেলা অডিটোরিয়ামে, মহেশখালীতে কর্মরত সাংবাদিকদের সাথে, বৈষম্য ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি মহেশখালীর যৌথ প্লাটফর্মের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মহেশখালী দ্বীপ রক্ষা, অর্থনৈতিক সমৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়। সভায় ছাত্রনেতৃবৃন্দরা মহেশখালীর আইনশৃঙ্খলাকে আরো গতিশীল জনবান্ধব প্রশাসন সৃষ্টির করার প্রতি মহেশখালী উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি করেন। এছাড়া মহেশখালী দ্বীপ হওয়ায় পরিবেশ রক্ষায়ও যথাযথ কার্যকর ভূমিকা রাখতে সকল স্তরের মানুষের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান করেন।
সভায় জাতীয় নাগরিক কমিটির মির্জা তারেক, নাজমুল হাসান খাঁন মিশুক, রেজাউল করিম, হামিদ, আলম শরীফ প্রমুখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুয়াইব উদ্দিন, সাজ্জাদ, হুমায়ুন কবির রিফাত, নোমান উদ্দীন ইলাহি, শাহাব উদ্দীন, সালাম কায়সার প্রমুখ।
ভয়েস / জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.