ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ মে) কক্সবাজার শহরের সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে যারা নির্বাচিত হয়েছেন, তাদের তালিকা নিচে দেওয়া হলো-
সভাপতি পদে এড. সৈয়দ আহমদ উজ্জ্বল ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতীক ছিল চেয়ার। সহ-সভাপতি পদে আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতীক ছিল বাই সাইকেল।
সদস্য পদে মো. জুনাইদ ৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নির্বাচনী প্রতীক ছিল ফুটবল।
এছাড়াও মনজুরুল আলম, আবদুর রহিম, মোক্তার আহমদ এবং গোলাম আজম শেফায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন।
অন্য প্রার্থীদের মধ্যে- সভাপতি পদে হারিকেন প্রতীকে মো. তাজুল ইসলাম ৪ ভোট এবং সহ-সভাপতি পদে দোয়াত কলম প্রতীকে নুরুল আমিন ৯ ভোট পেয়েছেন। তবে সহ-সভাপতি পদেতাজুল ইসলাম ভুট্টো দেয়ালঘড়ি প্রতীক নিয়ে কোনো ভোট পাননি।
নির্বাচন প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। নবনির্বাচিত কমিটি আগামীতে ব্যাংকের কার্যক্রম পরিচালনা করবে এবং সদস্যদের কল্যাণে কাজ করবে বলে জানান বিজয়ীরা।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.