ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন নৌঘাটে পাচারকারীদের সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলির ঘটনায় এক জন গুলিবিদ্ধ সহ তিন জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি ৯ মি. মি. বিদেশি পিস্তল, ৪ রাউন্ড তাজা গুলি সহ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
আটককৃত ইয়াবা পাচারকারীরা হল কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দার মো. ইলিয়াস (৩০), নুর মোহাম্মদ (৬১) ও আব্দুল শক্কুর (৪০) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আজ সোমবার (১৯ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এই তথ্য জানিয়েছেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে হারুন অর রশিদ জানান সাগরপথে মাদকের একটি চালান উপকূলীয় এলাকা দিয়ে প্রবেশ করবে এমন সংবাদে আজ সোমবার আজ ভোর রাতে শাহপরীরদ্বীপ কোস্টগার্ডের একটি বিশেষ দল টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী নৌঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে একটি ইঞ্জিন চালিত কাঠের বোটকে সন্দেহজনক হলে থামার সংকেত দিলে পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটের গতি বাড়িয়ে গুলি ছুঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় কোস্টগার্ড সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় আব্দুল শক্কুর (৪০) নামক একজন পাচারকারী গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা ঘণ্টাব্যাপী বোটটিকে ধাওয়া করে জব্দ করতে সক্ষম হয়। এসময় ৪ জন মাদকপাচারকারী সাগরে লাফ দিয়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে গুলিবিদ্ধ ইয়াবা পাচারকারীকে চিকিৎসা জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
তিনি বলেন, বোটটিতে তল্লাশি করে একটি ৯ মি. মি. বিদেশি পিস্তল, ৪ রাউন্ড তাজা গোলা এবং ৩০ হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত সকল আলামতসহ আটককৃত ইয়াবা পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.