ভয়েস প্রতিবেদক:
সাগরে নিম্নচাপের প্রভাবে দুদিনের ভারি বৃষ্টি ও জোয়ারের পানির তোড়ে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ভাঙন দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, ঢেউয়ের আঘাতে মেরিন ড্রাইভের বাহারছড়া ঘাট, টেকনাফ সদর ইউনিয়নের নাফ ট্যুরিজম পার্ক এলাকার আনুমানিক ১০০ মিটার সড়ক ভেঙে গেছে। সেখানে থাকা কয়েকটা ঝাউগাছও ভেঙে পড়ছে। দ্রুত ভাঙন ঠেকানো না গেলে সড়কটি সাগরে তলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বাহারছড়া ঘাটের বাসিন্দা আবদুল্লাহ বলেন, মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন ঠেকানো না গেলে সড়কটি যে কোনো সময় সাগরে তলিয়ে যাবে।
মৌলভী নেজাম উদ্দিন বলেন, গভীর নিম্নচাপে সাগরের পানি বেড়েই চলছে। ঢেউয়ের তোড়ে মেরিন ড্রাইভের শীলখালীর কিছু অংশ ভেঙে গেছে। আরও কয়েকটি অংশ ঝুঁকির মধ্যে রয়েছে।
টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ বলেন, জোয়ারে পানি বেড়ে মেরিন ড্রাইভ সড়কের কয়েকটা অংশে ভাঙন দেখা দিছে। ভাঙনরোধে বসানো জিও ব্যাগ ছিঁড়ে গেছে। এতে ঢেউ আছড়ে পড়ে মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন অংশে ভাঙ্গন সৃস্টি হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে টেকনাফ মেরিন ড্রাইভের কয়েকটি অংশ ভাঙনের বিষয়টি জেনেছি। মেরিন ড্রাইভ সড়কটি নির্মাণ, তদারকি ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরকে বিষয়টি জানানো হয়েছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.