প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৯:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২৫, ৭:৫১ পি.এম
টেকনাফ সীমান্ত দিয়ে ২২ রোহিঙ্গার অনুপ্রবেশ: ১৪ রোহিঙ্গা বিজিবি হেফাজতে

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে নতুন করে ২২ রোহিঙ্গার অনুপ্রবেশ হয়েছে। এরমধ্যে ১৪জন রোহিঙ্গা বিজিবির হেফাজতে রয়েছে। বৃহস্পতিবার বিকালে এসব রোহিঙ্গারা অনুপ্রবেশ করে টেকনাফ বাস ষ্টেশন এলাকায় আবু ছিদ্দিক মাকের্ট এলাকায় অবস্থান নেয়।
বিজিবির হেফাজতে থাকা অনুপ্রবেশকারি রোহিঙ্গারা মিয়ানমারের বুচিডং শহরের লম্বাবিল এলাকার মোহাম্মদ আমিন ও মোস্তফা কামালের পরিবারের সদস্য। যেখানে দুই জন নারী দুই জন পুরুষ ১০জন শিশু রয়েছে।
মোহাম্মদ আমিন ও মোস্তফা কামাল জানিয়েছেন, মিয়ানমার থেকে নৌকা যোগে সেন্টমার্টিনের কাছা-কাছি এলাকা হয়ে বঙ্গোপসাগরের টেকনাফের সদরের মহেশখালীয়া পাড়া উপকুলে উঠেন। নৌকায় মোট ২২ জন রোহিঙ্গা ছিল। অপর ৮জন নৌকা থেকে নেমে অন্যত্রে পালিয়ে গেলেও অটোরিকশা যোগে এরা টেকনাফ স্টেশন এলাকায় আছেন। ওখানে মাকের্টটি আশ্রয় নিয়ে গোয়েন্দা সংস্থার লোকজন আটকে রেখেছে।
গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, বিষয়টি বিজিবিকে জানানোর পর বিজিবি এসব রোহিঙ্গাদের হেফাজতে নিয়েছেন।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান, ১৪ রোহিঙ্গাকে হেফাজতে নেয়া হয়েছে। এদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
মিয়ানমারেরর জান্তা সরকারের সংঘাতের পর ডিসেম্বরে মিয়ানমারের রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা দখলে নেন আরাকান আর্মি। এর পর থেকে ১ মে পর্যন্ত নতুন করে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্য জানিয়েছিলেন ইউএনএইচসিআর ও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.