সংবাদ বিজ্ঞপ্তিঃ
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
জাতীয় ঐকমত্য কমিশন প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের বিষয়ে একমত পোষণ করেছে জামায়াতে ইসলামী। তবে এর কাঠামোতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে না রাখার পক্ষে দলটি।
বুধবার দুপুরে দ্বিতীয় ধাপের বৈঠকের মূলতবি অধিবেশনে অংশ নিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ দলের পক্ষ থেকে এ অবস্থানের কথা তুলে ধরেন।
এর আগে বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়। বৈঠকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), রাষ্ট্রপতি নির্বাচন ও জেলা সমন্বয় কাউন্সিল প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দিল জামায়াতঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দিল জামায়াত
এর আগে মঙ্গলবার শুরু হওয়া দ্বিতীয় ধাপের এ অধিবেশন জামায়াতে ইসলামী বয়কট করে। সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠক পরবর্তী যৌথ ব্রিফিংয়ের প্রক্রিয়া সঠিক হয়নি এবং তাদের উপেক্ষা করা হয়েছে দাবি করে দলটি প্রতিবাদের অংশ হিসেবে মঙ্গল বারের বৈঠক বয়কটের ঘোষণা দেয়।
তবে বুধবার জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। এতে আরও আছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.