ভয়েস প্রতিবেদক :
সারাদেশের সকল উপজেলার ন্যায় মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বাস্তবায়নে কর্মরত মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারী আজ সকাল ৮ থেকে ১০টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন।
৬দফা দাবীতে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় সমন্বয় পরিষদের নির্দেশনায় সারাদেশের প্রতিটি উপজেলায় এই কর্মসূচি পালন করা হচ্ছে।
বাংলাদেশে হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন মহেশখালী উপজেলা শাখার আয়োজনে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
দাবী সমূহ-
১.নির্বাহী আদেশে নিয়োগবিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান করে ১৪তম গ্রেড প্রদান।
২.ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ।
৩.পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ।
৪.পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী, সকল সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ করতে হবে।
৫.বেতন স্কেল উন্নীতকরনের পূর্বে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক গন যত সংখ্যক টাইম স্কেল অথবা উচ্চতর গ্রেড প্রাপ্ত বা প্রাপ্য হয়েছেন তা পরবর্তী পূনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে।
৬.পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পূর্ণ কারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদেরকে ডিপ্লোমাধারী সম্পন্ন হিসেবে গণ্য করে সরাসরি ১১তম গ্রেড দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।
বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সমন্বয়ক, চট্টগ্রাম বিভাগীয় কমিটি ও কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ মুনির উদ্দিনসহ প্রমুখ।
ভয়েস / জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.