প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ২:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৫, ১১:৪০ পি.এম
হোটেল মোটেল জোনে জেলা প্রশাসনের অভিযান: এক লক্ষ টাকা জরিমানা।

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার পৌরসভায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর।
গতকাল হোটেল মোটেল জোনের কয়েকটি রেস্তোরাঁয় এ অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো মাসুদ রানা এবং ফিরোজা আক্তার।
অভিযানকালে হোটেল মোটেল জোনের ইউনি রিসোর্ট নাফ রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং লাইসেন্স ও নিবন্ধন না থাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিভিন্ন ধারায় মোট এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নাজমুল ইসলাম,পৌরসভা ও সদর উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক
জহর লাল পালসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.