ভয়েস প্রতিবেদক:
সাবেক সংসদ সদস্য জাফর আলমের ফাঁসির দাবিতে পেকুয়ায় বিক্ষোভ করেছে বিএনপি। বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিলটি পেকুয়া বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনীতে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
বিএনপির পেকুয়া সদর পশ্চিম জোনের সভাপতি এম.শাহ নেওয়াজ আজাদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ডাঃ বেলাল হয়দার, জেট এম মোসলেম উদ্দিন, যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, কৃষক দলের সভাপতি আবু ছিদ্দিক রনি, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ, ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসান উল্লাহ, মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন জিনুসহ যুবদল,ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে সকলে সঠিক তদন্তের প্রেক্ষিতে স্বৈরাচারের রাতের ভোটের এমপি জাফর আলমের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এদিকে জাফর আলমকে সাতটি মামলায় মোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বুধবার সকালে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির এ আদেশ দেন।
আদেশের বিষয়টি নিশ্চিত করে চকরিয়া আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, চকরিয়া থানায় ১৪ দিনের রিমান্ড শেষে জাফর আলমকে আদালতে হাজির করলে পেকুয়া থানার একটি মামলায় তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তার আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এ নিয়ে নতুন করে তিন দিনসহ মোট সাত দিনের রিমান্ডের জন্য বুধবার সকালে জাফর আলমকে পেকুয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.