ভয়েস প্রতিবেদক:
মহেশখালী উপজেলার হোয়ানকের হরিয়ার ছড়ার মৃত নুরুল আমিনের পুত্র মোঃ জাহাঙ্গীর প্রকাশ বাহাদুরকে (৪৮) গ্রেফাতর করেছে মহেশখালী থানা পুলিশ।
আজ ৬ জুলাই ভোর রাত সাড়ে ৪ টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের ২ নং ওয়ার্ডেও কালাগাজী পাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্র জানান, হোয়ানক ইউনিয়নের কালাগাজির পাড়া বাজারে আনোয়ার মেম্বার এর অফিসের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র একনলা বন্দুকসহ জাহাঙ্গীর আলম প্রকাশ বাহাদুর কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশী করে তার ডান হাতে থাকা নীল রংয়ের প্লাস্টিকের বস্তায় ভিতর হইতে উদ্ধারকৃত ১ টি দেশীয় তৈরী সচল আগ্নেয়াস্ত্র একনলা বন্দুক উদ্ধার করা হয়।
মহেশখালী থানার ওসি (অফিসার ইনচার্জ) মঞ্জুরুল হক বলেন, আমরা মহেশখালীতে শান্তি শৃঙ্খলা বজার রাখার স্বার্থে নিয়মিত অভিযান পরিচালনা করছি। তারই অংশ হিসেবে হোয়ানক থেকে শীর্ষ সন্ত্রাসী মোঃ জাহাঙ্গীর প্রকাশ বাহাদুরকে গ্রেফতার করতে সক্ষম হই। সন্ত্রাসী ও দাগি আসামীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে। এই বিষয়ে মহেশখালী পুলিশ জিরো টলারেন্স নীতি বজায় রাখবে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.