আজ বুধবার (১৬ জুলাই) সকাল ১০ টার দিকে সৈকতের শৈবাল পয়েন্টে এই ঘটনা ঘটে।
নিহত রাইয়ান নূর আবু সামিম শহরের বৈদ্যঘোনা এলাকার মোঃ ইসমাইলের পুত্র ও কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
নিহত শিশুর বড়ভাই ফাইয়ান নূর আবু রামিম জানান, সকালে রাইয়ান নূর আবু সামিমসহ বন্ধুরা মিলে ফুটবল খেলতে সৈকতে যায়। খেলার পর সবাই মিলে সাগরে গোসল করতে নামে। এসময় ডুবে যায় রাইয়ান নূর আবু সামিম। ঘটনাটি দেখতে পেয়ে কয়েকজন পোনা আহরণকারী এগিয়ে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সী-সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার মোহাম্মদ ওসমান বলেন, সৈকতের শৈবাল পয়েন্টে সাগরে নামা নিষেধ রয়েছে। এছাড়া এই পয়েন্টে লাইফ গার্ডের সদস্যরা থাকে না।
এ ব্যাপারে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, 'এমন ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক। বার বার নিষেধ করার পরও লোকজন তাদের মন মতো সাগরে নেমে যাচ্ছে।'
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.