ভয়েস প্রতিবেদক:
টেকনাফে কুখ্যাত শফি ডাকাতের অন্যতম সহযোগী মোহাম্মদ রুবেলকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব-১৫। রুবেলের কাছ থেকে একটি লোডেড আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৭ জুলাই) দুপুরে র্যাব-১৫ এর কক্সবাজার সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান।
গ্রেফতার রুবেল (২৭) টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার বাসিন্দা। তিনি শফি ডাকাতের সশস্ত্র সঙ্গী হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শফি ডাকাত তার দলবল নিয়ে পশ্চিম লেদার খালেকের বাড়িতে অবস্থান করছে। মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-১৫ এর একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় ডাকাত শফি ও তার সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। তবে ধাওয়া করে র্যাব সদস্যরা রুবেলকে লোডেড অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১টি শটগান, ৩টি দেশীয় তৈরি ‘লোকাল গান’, ১২টি তাজা গুলি, ৪২টি খালি কার্তুজ এবং ২টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
র্যাব কমান্ডার আরও জানান, অভিযানে শফির সঙ্গে থাকা ১১ জন সন্ত্রাসীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলো: মো. আলম, মো. খালেক, সৈয়দ নূর, রাসেল ওরফে আব্বুইয়া, কামাল হোসেন, আনোয়ার সাদেক, আব্দুর রহমান, রবিউল হাসান ওরফে রবিয়া, আব্দুল আউয়াল ওরফে বুড়া পতিয়া, মোহাম্মদ আসিফ ও ইমাম হোসেন।
চক্রটি দীর্ঘদিন ধরে টেকনাফের পাহাড় ও সমতলে ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও মুক্তিপণ আদায়সহ নানা অপরাধে জড়িত বলে জানান র্যাব অধিনায়ক। কুখ্যাত শফি ডাকাতের বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে হত্যা, অপহরণ, অস্ত্র ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ।
র্যাব জানায়, শফি এবং তার চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.