ভয়েস প্রতিবেদক:
টেকনাফে সেনাবাহিনী, এপিবিএন এবং পুলিশ যৌথ অভিযানে সামরিক পোশাক ও বিভিন্ন মালামালসহ রোহিঙ্গা ডাকাত নবী হোসেন গ্রুপের দুই সদস্যকে আটক করেছে।
আটকরা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ৮ (ইস্ট) এর মো. আলীর ছেলে মো. ইমন (২৫) ও ক্যাম্প-১৭ এর আবুল হোসনের ছেলে ইলিয়াস (১৫)।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফের হোয়াইক্যং বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলের দিকে সেনাবাহিনী, এপিবিএন ও জেলা পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী টেকনাফের হোয়াইক্যং বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় তারা সামরিক পোশাক (শার্ট) ৬টি, প্যান্ট ২০টি, চাল ২০০ কেজি, ডাল ১০০ কেজি, ১২ ভোল্ট ব্যাটারি ১টি এবং ২টি সোলার প্যানেলসহ (১৫০ ওয়াট) দুজনকে আটক করে।
আরও জানা গেছে, আটক দুজন শীর্ষ ডাকাত নবী হোসেন গ্রুপের সদস্য। জব্দ দ্রব্যাদি টেকনাফ সীমান্তবর্তী দ্বীপে নবী হোসেনের নিজস্ব আস্তানায় নিয়ে যাচ্ছিল।
সম্প্রতি ১৩ জুলাই ক্যাম্প ১১ থেকে সেনাবাহিনী এবং এপিবিএন যৌথ অভিযান পরিচালনা করে ১৪ লাখ টাকা ও ১ টি এসএমজিসহ নবী হোসেন দলের ৪ সদস্যকে আটক করেছিল।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিমেল রায় বলেন, হোয়াইক্যং বাজারে সেনাবাহিনী, এপিবিএন ও জেলা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে সামরিক পোশাকসহ বিভিন্ন মালামাল জব্দের পাশাপাশি দুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.