ভয়েস নিউজ ডেস্ক:
সারাদেশে মবোক্রেসির রাজনীতি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে বিএনপিকে কলঙ্কিত করার অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে যুবদল এ সমাবেশের আয়োজন করে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবোক্রেসি। ফ্যাসিবাদবিরোধী শক্তি আজ গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস দেখাচ্ছে।’
গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস কারা পাচ্ছে এবং কেন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘এই দুই কেন’র জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে আমরা সফলতা কামনা করছি। সর্বদা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা অব্যাহত করেছি। কিন্তু আজ গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে। পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্যবাহী দল বিএনপিকে কলঙ্কিত করার অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।
যারা ফ্যাসিবাদের আগমন, পুনর্বাসন চায়, যারা গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছে তারা এগুলো করছে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘লক্ষ্য করুন প্রতিশ্রুত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের জন্য সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে?’
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম লন্ডন বৈঠকের পর আপনি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজনে কমিশনকে যথাযথ নির্দেশনা দেবেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম— আপনি আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে মিটিং করছেন কিন্তু নির্বাচন কমিশনকে এখনো যথাযথ নির্দেশনা দেননি। আশা করি জাতিকে আশ্বস্ত করবেন।’
অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সালাহউদ্দিন আহমেদ।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.