আন্তর্জাতিক ডেস্ক:
মঙ্গল গ্রহ থেকে আসা একটি বিশাল পাথরের খণ্ড ৫৩ লাখ ডলারে (বাংলাদেশি মুদ্রায় ৬৪ কোটি ২৪ লাখ ৯৮ হাজার টাকা) বিক্রি হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী নিউইয়র্ক সিটিতে বিক্রি হয়েছে এনডব্লিউএ ১৬৭৮৮ নামের পাথর খণ্ডটি।
পাথরখণ্ডটির ওজন ২৫ কেজি, রং লালচে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে তুরস্কের সরকারি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, ২০২৩ সালে সৌরজগতে এলোমেলোভাবে ঘুরতে থাকা একটি গ্রহাণুর সঙ্গে মঙ্গল গ্রহের সংঘর্ষ হয়। এতে মঙ্গলের ভূখণ্ড থেকে পাথর খণ্ডটি ভেঙে মহাকাশে মুক্ত হয়ে যায় এবং পৃথিবীর দিকে আসতে থাকে। ওই বছরই নভেম্বরে উল্কা আকারে নাইজারের সাহারা মরুভূমিতে পতিত হয় পাথরটি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মঙ্গল থেকে মুক্ত হওয়ার পর ২২ কোটি ৫০ লাখ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৃথিবীতে পতিত হয়েছে পাথরটি।
এর আগেও বিভিন্ন সময়ে উল্কা আকারে মঙ্গল থেকে পাথরখণ্ড পৃথিবীতে পতিত হয়েছে, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র তথ্য অনুসারে, বর্তমানে পৃথিবীতে মঙ্গল থেকে আসা মোট ৪০০টি পাথর বা পাথরের খণ্ড রয়েছে। তবে এই পাথরটির আকার সবচেয়ে বড়। এমনকি আকার আয়তনে মঙ্গল থেকে আসা দ্বিতীয় বৃহৎ পাথরখণ্ড থেকে এটি শতকরা ৭০ শতাংশ বড় এই পাথরটি।
পাথরটি যিনি কিনেছেন, তার নাম গোপন রেখেছে নিলাম আয়োজক সংস্থা।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.