ভয়েস প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে নিহত ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন জাতীয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার সাথে দলের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।
আজ সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার বাঘগুজারা এলাকায় অবস্থিত ওয়াসিমের কবর জিয়ারত করেন তারা।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সুজাউদ্দিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা পূর্বকোণকে বলেন, আজ সকাল সাড়ে ৬টার দিকে এনসিপির আহবায়ক নাহিদ ইসলামসহ এনপিপির নেতারা শহীদ ওয়াসিম আকরামের কবর জেয়ারত করেন। এ সময় নিরাপত্তার জন্য পেকুয়া থানা পুলিশ এনসিপির নেতাদের পাশে ছিলেন।
এদিকে, এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানান, ‘চট্টলার বীর শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতের মধ্য দিয়ে শেষ হলো চট্টগ্রাম অঞ্চলের জুলাই পদযাত্রা।’
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.