ভয়েস প্রতিবদক:
টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের তুলাতলি এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পঞ্চাশ হাজার ইয়াবাসহ চারজন মাদককারবারিকে আটক করেছে র্যাব-১৫।
রবিবার (২০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তারা হলেন- আব্দুল হাকিমের ছেলে মো. আব্দুস সালাম (৩৩), মৃত ফরিদ আলমের ছেলে মো. আব্দুল্লাহ (৩৫), মৃত আহাম্মদ হোসেনের ছেলে মো. নজরুল ইসলাম প্রকাশ কালু (৩৪), মৃত অলি আহাম্মদের ছেলে মো. সামসুল আলম ৩৫।
র্যাব-১৫ সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জনৈক সুলতান আহাম্মদের ইঞ্জিনচালিত মাছ ধরার কাঠের নৌকার ভিতর থেকে এক লাখ পঞ্চাশ হাজার ইয়াবা, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোনসহ চারজন মাদককারবারিকে আটক করা হয়। এ সময় তাদের সহযোগী আরও তিনজন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.