ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের মহেশখালীতে অপারেশন ডেভিল হান্টে মহেশখালী থানার সাড়াশি অভিযানে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের ৯ জন নেতা কর্মিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
থানা সূত্র জানান, গতকাল ২২ জুলাই থেকে গতকাল ভোররাত পর্যন্ত অভিযান পরিচালনা করে মোট ৯ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের ৭নং ওয়ার্ড সভাপতি মোঃ শফি (৬৫) , বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগ ৪ নং ওয়ার্ড সভাপতি সুকুমার চন্দ্র দে (৪৯), হোয়ানক ইউনিয়ন ৭ নং ওয়ার্ড ছাত্র লীগ সংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান (২৫), বড় মহেশখালী ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ আবুল কালাম (৬০), ছোট মহেশখালী ইউনিয়ন আওয়াম লীগ ৭ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সেলিম (৫০), হোয়ানক ইউপি ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রহমত উল্লাহ (৪০), মাতারবাড়ি ইউপি ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সম্পাদক রফিক উদ্দিন (৫৩), নুরুল কাদের (৪৫), মাতারবাড়ি ইউপির ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য নুরুল আলম (৭১)।
গ্রেফতার বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বলেন, মহেশখালী উপজেলার আইনশৃঙ্খলা রক্ষার্থে অপারেশন ডেবিল হান্ট জোরদার করা হয়েছে। সঠিক তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.