ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার প্রেসক্লাবের উদ্যোগে ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান চলাচল বন্ধ এবং মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষয়ক্ষতি প্রদানের জন্য দাবি দেওয়া হয়।
শনিবার ( ২৬ জুলাই) প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান।
সভায় নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন কক্সবাজার জেলা ইমাম সমিতির সভাপতি ও বদরমোকাম জামে মসজিদের খতিব মৌলানা আব্দুল খালেক নিজামী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক ও কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এসএম আমিনুল হক চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারি, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, সিনিয়র সাংবাদিক এডভোকেট আবু সিদ্দিক ওসমানী প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল হোসেন আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও এনটিভি প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, বাংলাভিশন প্রতিনিধি মোরশেদুর রহমান খোকন প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ইমাম খাইর, সাংবাদিক বেদারুল আলম, জিয়াউল করিম, সাঈদ জালাল, সাংবাদিক খোরশেদ হেলালী, আজিজ রাশেল, দি ফিনানশিয়াল এক্সপ্রেস প্রতিনিধি তাহজীবুল আনাম, মহেশখালী প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিকির উল্লাহ জিকু প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহ সভাপতি এমআর মাহবুব।
গত সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। এতে প্রায় ৩৫ জন নিহত ও আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক।
ভয়েস / জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.