ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের স্বাস্থ্যঝুঁকি নিরসনে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
২৭ জুলাই সকালে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম।
জেলা প্রশাসন আয়োজনে ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় পর্যটন কর্পোরেশনের উপল রেস্টহাউজে এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে।
পানিতে ডুবে যাওয়া ব্যক্তির উদ্ধার পরবর্তী প্রাথমিক চিকিৎসা, বিশেষ করে সিপিআর প্রদানে দক্ষ একটি পুল গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালা।
সমুদ্র সৈকতে নির্দেশনা অমান্য করে কিংবা অসতর্কতাবশত: কোন পর্যটক পানিতে ডুবে গেলে তাতক্ষণিক উদ্ধার তৎপরতা চালানো হয়। এক্ষেত্রে উদ্ধার পরবর্তী প্রাথমিক চিকিৎসা, ক্ষেত্রবিশেষে সিপিআর প্রদান করা গেলে মৃত্যুঝুঁকি কমানো সম্ভব।
পর্যটকদের জন্য নিরাপদ সী-বীচ গড়ে তুলতে জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই উদ্যোগটি বাস্তবায়নে এ প্রশিক্ষণটি শুরু করা হয়েছে।
৪ দিনের এই প্রশিক্ষণে মোট ১০৭ জনকে ৪টি আলাদা গ্রুপে প্রশিক্ষণ প্রদান করা হবে।
বীচকর্মী, লাইফগার্ড সদস্য, জেটস্কি চালক, বীচবাইক চালক ও টিউব মালিকসহ বিভিন্ন শ্রেনী পেশার সদস্যদের সমন্বয়ে প্রশিক্ষণ টীম গঠন করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: শাহিদুল আলম, প্রেসক্লাবের সভাপতি মো. মাহবুবর রহমান, রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক (প্রশিক্ষণ) মিজ সাবিনা ইয়াসমিন, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বশির উদ্দিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মো: আজিম খান।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.