ভয়েস প্রতিবেদক:
টেকনাফ পাহাড়ি এলাকার শীর্ষ সন্ত্রাসী হত্যাসহ ২১টি মামলার আসামি শফি ডাকাত’কে গ্রেফতার করেছে র্যাব-১৫। এসময় তার পাহাড়ি আস্তানা থেকে উদ্ধার করা হয় অস্ত্র-গোলাবারুদ, গ্রেনেড, ডেটোনেটর, মাইন ও মাদক।
গতকাল রাত ১১টার দিকে টেকনাফের নয়াপাড়া ক্যাম্প-২৬ এর পশ্চিম পাশে হাজীর প্রজেক্ট পাহাড়ের পাদদেশে অভিযান চালিয়ে এসব অস্ত্র মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ শফি প্রকাশ ডাকাত শফি (২৮), টেকনাফের নয়াপাড়া মুছনি রেজিস্ট্রার্ড রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা এবং দীল মোহাম্মদের পুত্র।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে কক্সবাজার র্যাব-১৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, টেকনাফের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শফিকে ধরতে দীর্ঘ এক মাস ধরে গোপনে নজরদারি ও অভিযান চালিয়ে যাচ্ছিল। গোয়েন্দা তথ্যের মাধ্যমে র্যাব ১৫ জানতে পারে, কক্সবাজার জেলার টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা রেজিস্টার্ড ক্যাম্প এর পশ্চিম পাশে হাজীর প্রজেক্ট পাহাড়ের পাদদেশে ডাকাত শফি ও তার সহযোগীরা অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি দল গতকাল সোমবার গভীর রাতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে শফি ডাকাতকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার সহযোগীরা শফি ডাকাতকে ছিনিয়ে নিতে র্যাবকে লক্ষ্য করে ৪/৫ রাউন্ড গুলি চালায়, তাৎক্ষণিক র্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা ৩ রাউন্ড গুলি ছুঁড়ে ।
পরে গহীন পাহাড়ি আস্তানা থেকে ডাকাত শফির দেয়া তথ্য অনুযায়ী বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। উদ্ধার অস্ত্র গুলোর মধ্যে রয়েছে ১ টি ওয়ান শুটার গান, ২ টি একনলা বন্দুক, ১ টি এলজি, ১০ টি এন্টি পারসোনাল মাইন,১০ টি ডেটোনেটর, ৫০ টি তাজা রাইফেলের গুলি, ৫৩ টি রাইফেলের খালি কার্তুজ, ৬ টি শর্ট গানের খালি কার্তুজ, ৭৬৯ গ্রাম ক্রিষ্টাল মেথ আইস ৩টি গ্রেনেড।
শফি দীর্ঘদিন ধরে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সহ আশেপাশের এলাকায় একটি দুর্র্ধষ অস্ত্রধারী ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিল। তার নেতৃত্বে ডাকাত দল ক্যাম্প এলাকার রোহিঙ্গা ও স্হানীয় বাসিন্দাদের জিম্মি করে রাখত এবং পাহাড়ি অঞ্চলজুড়ে একটি ত্রাসের সাম্রাজ্য গড়ে তোলে। তার বিরুদ্ধে ২টি হত্যা, ২টি ডাকাতির প্রস্তুতি, ৬ টি অস্ত্র, ০৬টি মারামারিসহ মোট ২১ টি মামলা রয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.