ভয়েস নিউজ ডেস্ক:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে রবিবার প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন
জাতীয় নির্বাচন তিন মাসেই শেষ হতে পারে, সেখানে এক বছর সময় নেওয়ার যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, “দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুন, না হলে বিএনপি আর বসে থাকবে না।
রবিবার (৩ আগস্ট) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাহিদ হোসেন বলেন, “২০০৮ সালে মানুষ ঠিকমতো ভোট দিতে পারেনি। ২০১৪-তে ছিল ভোটারবিহীন নির্বাচন, ২০১৮-তে আগের রাতে ভোট হয়েছে। ২০২৪-এও দেখা গেল ‘আমি আর ডেমির’ নির্বাচন। এবার জনগণ একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায়।”
তিনি আরো বলেন, “স্বৈরাচারের দোসররা এখনো প্রশাসনে ঘাপটি মেরে আছে। নির্বাচন নিরপেক্ষ করতে হলে, অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ আচরণ করতে হবে, কাজ দিয়ে তা প্রমাণ করতে হবে।”
গোপন ভোটে অনুষ্ঠিত হয় নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল। উপজেলার ১৩টি ইউনিয়ন বিএনপির কমিটির কাউন্সিলর ও আহ্বায়ক কমিটির সদস্যরা ভোট দেন। ৯২৩ ভোটারের মধ্যে ৮০৩ জন ভোট দেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.