বার্তা পরিবেশক:
পরিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) আইনে কক্সবাজার সমুদ্র সৈকতের ৩০০ মিটারের মধ্যে যে কোনো অবকাঠামো নির্মাণ অবৈধ হলেও গড়ে উঠেছে নানা স্থাপনা। এতে করে অবিভাবকহীন কক্সবাজার দেখার কেউ নেই। সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট সহ মেরিন ড্রাইভ সড়কের সাগর পাড়ে বিভিন্ন স্থানে এই ভবন গুলো গড়ে উঠেছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানকের প্রভাব খাটিয়ে দালাল চক্রের মাধ্যমে পেছনের তারিখ দিয়ে পৌরসভার একটি ভুয়া অনুমোদনপত্র তৈরি করে সম্প্রতি তড়িঘড়ি ভবন নির্মাণের কাজ শুরু করে।
কক্সবাজারের রামু সদর ইউনিয়ন ভূমি অফিসের সাবেক চেইনম্যান আবদুল হাকিমের মাধ্যমে এই ভুঁয়া কাগজপত্র তৈরি ও অনুমোদনপত্র করে দিয়েছে বলে জানা গেছে ।
ভবন নির্মাণের স্থান গুলো চারিদিকে উঁচু করে বেড়া দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। গেইটে শক্ত পাহারায় রয়েছে দারোয়ানসহ কয়েকজন। গণমাধ্যমকর্মীরা পরিদর্শনে গেলে তাদের ভেতরে প্রবেশে বাধা দেয়া হয়।
কিছু অসাধু কউক কর্মচারীর মাধ্যমে কউককে ম্যানেজ করা হচ্ছে। ফলে নাকের ডগায় তরতর করে এই অবৈধ ভবনগুলো উঠলেও নিশ্চুপ রয়েছে কউক।
এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (ইঞ্জিনিয়ার) লে. কর্ণেল আবু নাঈম মোঃ তালাত সাংবাদিকদের বলেন, "বিষয়টি আমার জানা নেই। আপনাদের মাধ্যমে জানলাম। এই অভিযোগ হিসেবে লিপিবদ্ধ করা হলো। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। "
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.