বিনোদন ডেস্ক:
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও পরিচালক আদনান আল রাজীবের প্রেম যেন এখনও ভক্তদের হৃদয়ে! চলতি বছরের ফেব্রুয়ারিতে দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্ককে পরিণয়ে নিয়ে আসেন তারা; বিয়ে করে এখন সুখী দাম্পত্য তাদের।
এই সময়ের মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছেন এই তারকাজুটি। পাশাপাশি দুজনের সফল ক্যারিয়ারের নানা খবরও সামনে এসেছে। বলা বাহুল্য, রিল লাইফের মতোই তাদের রিয়েল লাইফও মধুর ও আনন্দঘন।
মেহজাবীন-রাজীবের বিয়ের দিনটি যেমন ছিল তাদের কাছে স্মরণীয়, তেমনি ভক্তদের কাছেও ছিল আবেগের। তাদের দৃষ্টিনন্দন সাজ, আবেগঘন মুহূর্তগুলো সে সময় বেশ আলোচনায় আসে; ভক্তরা তাদের প্রেমকে দেখেন এক অনন্য ভালোবাসার বন্ধনে। এরই মধ্যে তাদের একসঙ্গে থাকার কিছু মুহূর্ত ফের আলোচনায়।
অবশ্য এর নেপথ্যে আছে বিশেষ এক কারণ! সদ্য বলিউডে মুক্তি পাওয়া ‘সাইয়ারা’ সিনেমায় মজে উঠেছে দর্শক, ব্যতিক্রম নয় বাংলাদেশের সিনেমা প্রেমীরাও। এক গভীর প্রেমের গল্প নিয়ে এই সিনেমা দর্শকের মন জয় করেছে, মুখে মুখে ভালোবাসার মানুষটিকে আখ্যা দেওয়া হচ্ছে ‘সাইয়ারা’ বলে।
এবার মেহজাবীন-রাজীবকে নিয়ে এমনই সাইয়ারা’র প্রেমের সঙ্গে তুলনা করে একটি ভিডিও তৈরি করেছেন এক ভক্ত। তাতে দেখা যায়, এই জুটির সব আবেগঘন-প্রেমময় মুহূর্ত; যার অধিকাংশ তাদের বিয়ের দিনের। ক্যাপশনে লেখা হয়েছে, ‘মেহজাবীন তার সাইয়ারার সঙ্গে’— যেখানে ‘সাইয়ারা’ শব্দ দিয়ে রাজীবকে বোঝানো হয়েছে।
আর এই পোস্ট ও ভিডিও নজরেও আসে মেহজাবীনের। শেয়ার দিলেন নিজের টাইমলাইনে! বুঝতে বাকি নেই, বিষয়টি নিয়ে ব্যাপক উচ্ছ্বসিত এই অভিনেত্রী। তাই তো ক্যাপশনে লিখেছেন, AWW!
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.