ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালীর ওসিকে প্রকাশ্যে ‘ন্যাংটা করে পাঠানোর’ হুমকি বিএনপি নেতার রাজনৈতিক তদবিরে সহযোগিতা না করায় মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হককে প্রকাশ্যে ‘ন্যাংটা করে পাঠানোর’ হুমকি দিয়েছেন মহেশখালী পৌর বিএনপির আহ্বায়ক আকতার হোছাইন। রাজনৈতিক তদবিরে সহযোগিতা না করায় দীর্ঘদিনের ক্ষোভ থেকেই তিনি এ বক্তব্য দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বুধবার(১৩ আগস্ট) বাবুর দিঘীর পাড়ে আয়োজিত এক স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে আকতার হোছাইন বলেন, “ওসি সাহেব, দোকান বন্ধ করেন আপনার। ন্যাংটা করে মহেশখালী থেকে পাঠিয়ে দেয়া হবে। আগামীকাল থেকে যদি একটা কথা আপনার বিরুদ্ধে পাই, ন্যাংটা করে মহেশখালী থেকে বের করে দিবো—আমি ওয়াদা করছি।”
এ বিষয়ে বিএনপি নেতা আকতার হোছাইনের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ ছিল।
প্রতিক্রিয়ায় ওসি মঞ্জুরুল হক জানান, তিনি ভিডিওটি দেখেছেন এবং বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করছেন।
স্থানীয় সূত্র জানায়, মহেশখালীতে বিএনপির অন্তত তিনটি গ্রুপ সক্রিয়। আকতার হোছাইন একটি গ্রুপের সাথে যুক্ত। রাজনৈতিক তদবিরে ব্যর্থ হয়ে তার ক্ষোভ বাড়তে থাকে, যার ধারাবাহিকতায় তিনি সভামঞ্চে প্রকাশ্যে এমন হুমকি দেন।
এদিকে মহেশখালী থানার ওসিকে হুমকি এবং সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে আকতার হোসেনের সব পদ স্থগিত করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহেশখালী থানার ওসিকে অশোভন গালাগাল করে হুমকি এবং সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আকতার হোসেনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.