প্রেসবিজ্ঞপ্তি:
বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জননেতা ডক্টর এ, এইচ,এম, হামিদুর রহমান আযাদ বলেছেন, ইসলাম ধর্মই একমাত্র সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করেছ। মহেশখালীতে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে। এক্ষেত্রে মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার সাধারণ মানুষ অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ২৪ এর ৫ আগষ্ট থেকে ৩ দিন দেশে কোন সরকার ছিলনা। সারা দেশে মন্দির, গীর্যা, পেগুড়া ও অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয় রাত জেগে পাহারা দিয়ে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামি ও ছাত্র শিবিরের নেতা কর্মীরা। ফলে সারা দেশের পাশা মহেশখালী - কুতুবদিয়ায় কোন মন্দিরে কোন আচঁড় লাগেনি।
ডক্টর হামিদুর রহমান আযাদ আরো বলেন, মহেশখালী - কুতুবদিয়ায়র মানুষের মাঝে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান তা অটুট থাকবে, কোন অপশক্তিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দেয়া হবেনা।
গত ১৬ আগষ্ট শনিবার হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জন্নষ্ঠমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা শেষে মহেশখালী উপজেলার ঐতিহ্য বাহী আদিনাথ মন্দিরের পাদদেশে এক আলোচনা সভা অনুষৃঠি হয়।
হোয়ানক পানির ছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাষ্টার ব্রজগোপালের সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রী শ্রী জন্মাষ্টমীর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি আবু বকর ছিদ্দিক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, হিন্দু - বৌদ্ধ কল্যাণ ট্রাষ্টি বাবু ফরিমল শীল, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ জাকের হোসাইন, এডঃ জাফরুল্লাহ ইসলামাবাদী, উপজেলা জামায়াতের আমির মাষ্টার শামিম ইকবাল, উলামা বিভাগের সভাপতি মৌলানা কুতুবউদ্দিন, জামায়াত নেতা মোঃ আলম গীর, আব্দুল খালেক, কাউন্সিলর বাবু প্রদিপ দে, রাজিব দে সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.