বিনোদন ডেস্ক:
তরুণ প্রজন্মের দক্ষ ও মেধাবী অভিনেত্রী হিসেবে ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন তানিয়া বৃষ্টি। শুধু প্রেমের গল্পের নাটকে অভিনয় করেই নয়, ভিন্ন ধরনের গল্পে চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করেও তানিয়া বৃষ্টি দর্শক ও নির্মাতামহলে জাত অভিনেত্রী হিসেবে বিবেচিত হচ্ছেন। যার প্রমাণ গত কয়েক বছরে তার অভিনীত নাটকগুলো।
একক এবং ধারাবাহিক নাটক নির্মাণের ক্ষেত্রে এই সময়ের নির্মাতারা তানিয়া বৃষ্টিকেই প্রথম পছন্দের তালিকায় রাখছেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি তাকে নিয়ে নতুন একটি নাটক নির্মাণ করেন তরুণ পরিচালন তুহিন হোসেন। ‘জয়িতার দিনরাত্রি’ শিরোনামের এই নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। নাটকটি মূলত শহুরে জীবনের সাধারণ একটি গল্পে।
কিন্তু বৃষ্টির অনবদ্য ও সাবলীল অভিনয়ের মাধ্যমে অনবদ্য অভিনয়ের কারণে দর্শকের কাছে ভীষণ সমাদৃত হয়েছে। নাটকের গল্পে দেখা যায় জয়িতা একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন। খুব সাধারন জীবনযাপন তার। কিন্তু একদিন ঘটনাক্রমে তার জীবন বেপরোয়া হয়ে ওঠে। কিন্তু তার এই বেপরোয়া জীবনের কারণ একসময় সে তার বাবা-মাকে হারায়। হারায় তার জীবনের সব স্বপ্ন আশা ভালোবাসা। সাধারণ জয়িতা থেকে বেপরোয়া জয়িতা হয়ে ওঠা, জীবনের এই যে টার্ন তানিয়া বৃষ্টি তার অভিনয় দিয়ে তা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। এনটিভির ইউটিউব চ্যানেলে গত ৪ আগস্ট প্রকাশিত এই নাটকটি এরই মধ্যে ৩৩ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।
তানিয়া বৃষ্টি বলেন,‘ সাম্প্রতিক সময়ে আমি যতগুলো নাটকে অভিনয় করেছি তার মধ্যে এই নাটকটি নিয়ে আমার প্রত্যাশা ছিল অনেক বেশি। তুহিন ভাই এত চমৎকার একজন পরিচালক আর এত যতœ নিয়ে ধীর ধীরে তিনি কাজ করেন যে, নাটকের প্রতিটি চরিত্রই হয়ে ওঠে অনেক বেশি প্রাণবন্ত। আমার চরিত্রটিও ঠিক তাই। নাটকটি প্রচারের পর থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি আমি। দর্শকের ভালোবাসায় মুগ্ধ আমি।’
এদিকে কয়েক দিন আগে দেশের প্রায় সব গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়, বিয়ে করে অভিনয়কে বিদায় জানাবেন তানিয়া বৃষ্টি। তবে বিষয়টি সত্য নয় বলে জানিয়ে এই অভিনেত্রী বলেন, এটা একদম ভিত্তিহীন। ব্যাখ্যা করে তানিয়া বৃষ্টি বলেন, ‘মূলত এক সাক্ষাৎকারে কথা প্রসঙ্গে বলেছিলাম যে, বিয়ে করলে অভিনয় ছেড়ে দেব। কারণ বিয়ের পর সংসারে মনোযোগী হব। অভিনয় সংসার একসঙ্গে সম্ভব নয়। দুটি একসঙ্গে সামলাতে গেলে কোনো না কোনো ক্ষেত্রে অবহেলা চলে আসতে পারে। তাই আমি মনোযোগ দিয়ে সংসার করতেই চাই। এ বিষয়টি নিয়েই বারবার সংবাদ হচ্ছে যে, আমি অভিনয় ছেড়ে দিচ্ছি। আপাতত আমি অভিনয় নিয়েই চিন্তা করছি, এর বাইরে কিছু নয়।’
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.