খেলাধুলা ডেস্ক:
অবশেষে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের টিকিটের মূল্য প্রকাশ করল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টিকিট বিক্রি হবে ডাইনামিক প্রাইসিংয়ের মাধ্যমে। সর্বনিম্ম ৭ হাজার ২০০ টাকায় টিকিট পাওয়া যাবে। তবে টিকিটের সর্বোচ্চ মূল্য হবে ৬,৭৩০ ডলার বা ৮ লাখ ৭ হাজার ৬০০ টাকা প্রায়!
ফিফা জানিয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে টিকিট বিক্রি। এতে প্রথমবারের মতো ব্যবহার করা হবে ডাইনামিক প্রাইসিং পদ্ধতি। এর মানে হলো—টিকিটের দাম চাহিদার ভিত্তিতে পরিবর্তিত হবে, যেমনভাবে রাইডশেয়ার অ্যাপে ভাড়া ওঠানামা করে। এর ফলে শুরুতে ঘোষিত দাম অনেকটাই বেড়ে যেতে পারে। সবচেয়ে কম ৬০ ডলার বা ৭,২০০ টাকায় দেখা যাবে খেলা।
ফিফার কর্মকর্তারা জানান, উত্তর আমেরিকার বাজারে মানিয়ে চলার অংশ হিসেবেই এই পদ্ধতি নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও কানাডায় কনসার্ট ও বড় ইভেন্টের টিকিটে এভাবেই দাম ওঠানামা করে, এবং সেখানকার দর্শকরা এটি মেনে নিয়েছেন। ফিফা আশা করছে অতিরিক্ত আয়ের মাধ্যমে তাদের ২১১ সদস্যদেশ উপকৃত হবে। প্রতি ম্যাচে সর্বোচ্চ ৪টি এবং পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ১০টি টিকিট কেনা যাবে।
আগের মতো মাঠের কোন অংশ থেকে খেলা দেখা যাবে তার ভিত্তিতে নয়, বরং স্টেডিয়ামের কোন লেভেলে আসনটি আছে তার ওপর নির্ভর করবে টিকিটের ক্যাটাগরি। যেমন—ফাইনালের ভেন্যু মেটলাইফ স্টেডিয়ামে পুরো নিচতলা থাকবে ক্যাটাগরি-১, মাঝের স্যুইট লেভেল হবে ক্যাটাগরি-২, আর উপরের অংশ হবে ক্যাটাগরি-৩ ও ৪। এছাড়া কালোবাজারি ঠেকাতে একটি অফিসিয়াল রিসেল মার্কেটপ্লেস চালু করা হবে।
তবে টাকা থাকলেই আপনি যে টিকিট পাবেন- তার কোনো নিশ্চয়তা নেই। আগামী ১০ থেকে ১৯ সেপ্টেম্বর মাত্র ভিসা কার্ডধারীরা ফিফার ওয়েবসাইটে টিকিটের আবেদন করতে পারবেন। এরপর ২৯ সেপ্টেম্বরের মধ্যে লটারির মাধ্যমে ভাগ্যবানদের নির্বাচন করা হবে। নির্বাচিতদের অক্টোবর মাসে টিকিট ক্রয়ের নির্দিষ্ট তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.