ভয়েস নিউজ ডেস্কঃ
আজ সারাদিন শুধু স্ত্রীর প্রশংসা করুন। আজ কিন্তু দিনটিই বরাদ্দ স্ত্রীর প্রশংসা করার জন্য। স্বামীরা সারাবছর সময় না পেলেও আজ কিন্তু সময় নিয়ে একেবারে লিস্ট ধরে ধরে স্ত্রীর প্রশংসা করতে পারেন, ভাবছেন এ কি আজগুবি কথাবার্তা বলছি! শুধু আপনি না বিশ্বের সব দেশের স্বামীরাই আজ স্ত্রীর প্রশংসা করতে ব্যস্ত।
আপনার কাছে এই ব্যাপারটি উদ্ভট কিংবা মজার মনে হলেও এর পেছনে কিন্তু আছে বড় এক গল্প। স্বামীরা সারা বছর নিজেদের কাজে ব্যস্ত থাকেন। সকালে অফিসে বেরিয়ে যান, সন্ধ্যায় বাড়ি ফিরে খাওয়া, তারপর ঘুম। স্ত্রীর দিকে খেয়াল করার সময়ই পান না। স্ত্রীর প্রশংসা তো দূরের কথা, স্বাভাবিক কথা বলারও হয়তো সময় পাচ্ছেন না। এতে কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে মনের দূরত্ব তৈরি হয়।
আজ কিন্তু স্ত্রীকে নিয়ে ঘুরে আসতে পারেন, কিংবা স্পেশাল একটা ডিনারের আয়োজন করতে পারেন। স্ত্রীর জন্য কোনো উপহার কিংবা ফুল কিনতে পারেন। এই বিশেষ দিনটি আপনার স্ত্রীর সঙ্গে কাটাতে পারেন আপনাদের পছন্দের কোনো জায়গায়। যেখানে হয়তো একসময় আপনারা অনেক যেতেন, গল্প করতেন।
একজন নারী যখন তার বাবার বাড়িতে থাকে তখন বেশ আয়েশেই জীবন কাটান। কিন্তু বিয়ের পর সংসারের সব দায়িত্ব তার উপর। স্বামী, সন্তানের দেখাশোনা, সংসার গুছিয়ে রাখা সব কিছুর দায়িত্ব স্ত্রীর উপর। এমনকি স্বামী বাইরে কাজ করলেও ঘর নিয়ে নিশ্চিন্তে থাকেন। কারণ তিনি স্ত্রীর উপর পুরোপুরি ভরসা করতে পারছেন।
অনেক স্বামী আছেন স্ত্রীর এই অবদান স্বীকার করেন, আবার অনেকে মুখ ফুটে না বললেও মনে মনে ঠিকই তাকে ধন্যবাদ দেন। তবে বছরের অন্যান্য দিনগুলোতে বলতে না পারলেও আজ বলুন। আজ মন ভরে, ইচ্ছা মতো স্ত্রীর প্রশংসা করুন। অনেক পুরুষ আছেন প্রতিনিয়তই স্ত্রীর প্রশংসা করেন।
আজ ২১ সেপ্টেম্বর বিশ্বের বিভিন্ন দেশে এই দিবসটি ঘটা করে পালন করা হয়। ২০০৬ সাল থেকে এই দিবস প্রথম পালন করা শুরু হয়। দিনটিতে কোনো সরকারি ছুটি না থাকলে দম্পতিদের জন্য বিশেষভাবে উদযাপিত হয়। সেপ্টেম্বরের তৃতীয় রোববার পালিত হয় এই দিবস। স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা দেখানোর উদ্দেশে এই দিবস পালন করা শুরু হয়।
নারীদের সম্মানে নারী দিবস, মা দিবস পালন করা হয় অনেক আগে থেকেই। কিন্তু স্ত্রীর কাজের মূল্যায়ন এবং সম্মানের জন্য এই দিনটির প্রয়োজনীয়তা অনুভব করেন সবাই। স্বামীর কাছ থেকে পাওয়া সামান্য একটু প্রশংসা নারীদের কাছে বহু মূল্যবান। সংসারে সুখ আনতে অবশ্যই পুরুষের উচিত বিভিন্ন কাজে স্ত্রীর প্রশংসা করা। এতে স্ত্রীর মন ভালো থাকবে এবং আপনার প্রতি তার সম্মান ও ভালোবাসা বাড়বে।
আপনি মুখে যদি বলতে একটু লজ্জা পান তাহলে মেসেজেও জানাতে পারেন। আবার সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর প্রশংসা করে একটি পোস্ট লিখতে পারেন। যদিও এটি একটু বাড়তি শো-অফ মনে হতে পারে অনেকের কাছে। কিন্তু এতে আপনার স্ত্রী খুশি হবেন, আর স্ত্রী খুশি থাকার মানে হচ্ছে সংসারে সুখ বজায় থাকা। আজ অফিস থেকে ফেরার পথে স্ত্রীর জন্য নিয়ে যেতে পারেন এক গুচ্ছ গোলাপ, দোলনচাপা কিংবা বেলি ফুলের মালা। খোঁপায় পরিয়ে দিতে দিতে খানিকটা প্রশংসা করতে পারেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.