খেলাধুলা ডেস্ক:
মেজর লিগ সকারে (এমএলএস) দারুণ এক রাত কাটালেন লিওনেল মেসি। নিউইয়র্কের কুইন্সে সিটি ফিল্ডে নিউইয়র্ক সিটি এফসিকে ৪-০ গোলে উড়িয়ে দিল ইন্টার মায়ামি। ম্যাচে জোড়া গোলের সঙ্গে একটি অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন তারকা।
সাইফের ৬৯ রানের পরও ভারতের কাছে ৪১ রানে হারলো বাংলাদেশসাইফের ৬৯ রানের পরও ভারতের কাছে ৪১ রানে হারলো বাংলাদেশ
প্রথমার্ধেই আর্জেন্টাইন মিডফিল্ডার বালতাসার রদ্রিগেজকে দারুণ থ্রু পাস দিয়ে গোল করান মেসি। তবে মূল জাদু শুরু হয় দ্বিতীয়ার্ধে। ৭৪তম মিনিটে গোলরক্ষক ম্যাট ফ্রিজকে মাথার ওপর দিয়ে চিপ করে মায়ামির হয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি। এরপর ৮৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লুইস সুয়ারেজ। আর ৮৬তম মিনিটে দুর্দান্ত একক প্রচেষ্টায় জালে বল জড়িয়ে ম্যাচে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন মেসি।
স্কোরলাইন একতরফা মনে হলেও, ম্যাচের বড় একটি সময় নিউইয়র্কও প্রতিদ্বন্দ্বিতা করেছে। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি। বিপরীতে মায়ামির হয়ে পার্থক্য গড়ে দেয় মেসির নৈপুণ্য। মায়ামির হয়ে গোলদাতা মেসি ও সুয়ারেজ মাঠে ফেরায় আক্রমণভাগ যেন নতুন প্রাণ পেয়েছে। মৌসুমে মাত্র পাঁচটি ম্যাচ বাকি, এমন সময়ে এমভিপি দৌড়ে এগিয়ে থাকতে মেসির ধারাবাহিক পারফরম্যান্সকে বড় সম্পদ বলছে বিশেষজ্ঞরা।
এমন জয়ে ইন্টার মায়ামি আবারও প্রমাণ করল—মেসি ছন্দে থাকলে এমএলএসে কোনো দলই তাদের সমকক্ষ নয়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.