ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের আকাশে যখন মেঘলা বৃষ্টি ঝরে, তখন শারদীয় দুর্গোৎসবের নবমী দিনে ভক্তদের মাঝে এক মিষ্টি বিষাদের সুর বাজছে। উৎসবের এই শেষ দিনেও প্রকৃতির নিস্তব্ধতা, আনন্দের সঙ্গে মিলিয়ে দেয় বিদায়ের শঙ্কা—প্রতিমা বিসর্জনের মুহূর্তে যেন কক্সবাজারের প্রতিটি কোণ ঘিরে থাকে এক আধ্যাত্মিক আবহ।
৩১৭টি পূজা মণ্ডপে উৎসবের জাঁকজমক, কক্সবাজার শহরের প্রতিটি মণ্ডপে চলছে দুর্গা পূজার আচার-অনুষ্ঠান, সাথে হাজার হাজার ভক্তের ভিড়। কিন্তু, বুকের মাঝে ক্ষণিকের বিষাদ—আগামীকাল বিজয়া দশমী, বিদায় নিতে হবে মা দুর্গাকে।
এবছর, কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হবে দেশের সবচেয়ে বড় প্রতিমা বিসর্জন। সৈকতের লাবনী পয়েন্টে এই বিশেষ অনুষ্ঠান, যেখানে হাজারো ভক্ত উপস্থিত হবে মা দুর্গার বিদায় উপলক্ষে। জেলা পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যেও এই ভাসান যাত্রা হবে এক মর্মস্পর্শী স্মৃতি, যেটি জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে।
কক্সবাজারের প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী বলেন, “সৈকতের ঢেউ যেন ভক্তদের হৃদয়ের সুরে মিশে যাবে, প্রতিমা বিসর্জনের মুহূর্তে পুরো আকাশ ভরে উঠবে ধূপের গন্ধ, রঙিন আলোর ঝলক, আর ভক্তদের চোখে চোখে জমে থাকা বিষাদের জল।”
এবারের দুর্গোৎসব যেন আনন্দ ও বিষাদের এক অনন্য মেলবন্ধন, যা শুধু কক্সবাজারের ইতিহাসে নয়, সকল ভক্তদের হৃদয়ে চিরকালীন হয়ে থাকবে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.