ভয়েস প্রতিবেদক:
ঈদগাঁওতে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুকসহ এক সিএনজি চালককে গ্রেফতার করেছে আমও পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে ঈদগাঁও বাস স্টেশনের আনু মিয়া সিকদারের পেট্রোল পাম্প এলাকায় থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনকভাবে অবস্থানরত এক সিএনজি চালককে তল্লাশী করলে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সিএনজি চালকের নাম জাফর আলম (৩৭)। সে ঈদগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত সিদ্দিক আহমদের ছেলে।
এ ব্যাপারে ঈদগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ জানান, এসআই বদিউল আমলের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে অস্ত্রটি উদ্ধার হয় এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, তার সঙ্গে অন্য কোনো অপরাধচক্র জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.