ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের ভূমি অধিগ্রহণ শাখার অধিগ্রহণের টাকা অবৈধভাবে তুলে নিতে সহায়তা করার অভিযোগে ঈদগাঁও উপজেলার বর্তমান নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিমল চাকমার বিরুদ্ধে সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা দায়ের করা হয়েছে।
প্রায় ২ কোটি টাকার চেকের জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাতে সহায়তা করার অভিযোগ এনেছেন মামলার বাদী মোহাম্মদ মনজুর আলম।
বাদীর করা মামলার আবেদনের নথি বলছে, অভিযুক্ত কর্মকর্তারা আদালতের দেওয়া আদেশ অমান্য করে একটি দালাল চক্রের মাধ্যমে অধিগ্রহণের টাকা উত্তোলন করতে সহযোগিতা করেন। দালাল চক্রের সদস্যরা জালিয়াতি এবং প্রতারণার আশ্রয় নিয়ে প্রায় ২ কোটি টাকার চেক ইস্যু এবং উত্তোলনে সরকারি কর্মকর্তাদের সহায়তা পান বলে নথিতে তুলে ধরা হয়েছে।
দায়েরকৃত এ মামলায় বিমল চাকমা ছাড়াও অভিযুক্ত রয়েছেন, কক্সবাজার ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার শিশির স্বপণ চাকমা(৪৫), অফিস সহকারী মোহাম্মদ ইমরান(২৭) ও ইয়াছিন আরফাত(৩০।
মামলাটি কক্সবাজারের সিনিয়র স্পেশাল জজ আদালতে THE CRIMINAL LAW AMENDMENT ACT এর ৪ ধারা অনুযায়ী দায়ের করা হয়েছে।
আইনজীবীরা বলছেন, যেহেতু এটি সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ, তাই মামলাটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তফসিলভুক্ত অপরাধ হিসেবে বিবেচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.