ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার শহরের অভিযান চালিয়ে ৫ ছিনতাইকারীকে আটক করেছে কক্সবাজার সদর থানা পুলিশ।
রবিবার(১৯ সেপ্টেম্বর) রাতে শহরের কালতলী সাংস্কৃতিক কেন্দ্রের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সোমবার দুপুর ১২ টার দিকে কক্সবাজার সদর মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার সাংবাদিকদের জানায়,রোববার বিকেল পাঁচ টার দিকে সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় কয়েকজন ছিনতাইকারী সিএনজি যোগে এসে এক পর্যটককে ছুরিকাঘাত করে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনতাই করে নিয়ে যায় । ঘটনাটি কক্সবাজার জেলা পুলিশের নজরে আসলে তৎক্ষনিকভাবে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন একাধিক স্থানে অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার সাথে জড়িত ছিনতাই চক্রের মোট ০৫ জন ছিনতাইকরী’কে গ্রেফতার করে এবং ছিনতাইকারীদের নিকট থেকে ১০টি মোবাইল ও ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল উদ্ধার করে।
আটককৃতরা হলেন,কক্সবাজার সদরের ঝিলংজা এলাকার বাবুল,পিটি স্কুল চেয়ারম্যান ঘাটার সাইফুল ইসলাম, নতুন বাহারছড়ার মো: সোহেল, কলাতলীর মোঃ সিদ্দিক প্রঃ কানাইয়া, টেকপাড়ার ইমরান সরোয়ার ইমন।
আটকৃতদের আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.