ভয়েস নিউজ ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আসন্ন সংসদ নির্বাচনে আমরা চাই, একটি প্রতিনিধিত্বমূলক সংসদ গঠিত হোক, একটি ভারতীয় আধিপত্যবিরোধী সংসদ গঠিত হোক। একটি ফ্যাসিবাদ বিরোধী সংসদ গঠিত হোক এবং একটি বাংলাদেশপন্থি সংসদ গঠিত হোক। সেটির জন্য যারা নিজেদের যোগ্য মনে করে তারা সংসদে আসুক। ’
রবিবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর একটি রেস্টুরেন্টের হলরুমে কুমিল্লা মহানগর, কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বিএনপি মূল রাজনীতি থেকে শহীদ জিয়াউর রহমানের আদর্শ থেকে ৫ আগস্ট পরবর্তী সময়ে অনেকে সরে গেছে। যারা এ পরিবেশে থাকতে অস্থিরবোধ করছেন আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা আপনাদের নমিনেশন দেবো। আমরা কুমিল্লার ১১টি আসনে সৎ যোগ্য প্রার্থী দেবো। আমরা প্রথম ধাপের প্রার্থী নভেম্বরের ৩য় সপ্তাহের মধ্যে ঘোষণা করবো।’
তিনি বলেন, ‘আমরা এ প্রার্থী ঘোষণার মাধ্যমে এনসিপির সাংগঠনিক নির্বাচনি কার্যক্রম শুরু করবো। আমরা চাই, আগামী সংসদ নির্বাচনে যারা বাংলাদেশপন্থি, সাম্প্রদায়িক সম্প্রীতিতে যারা বিশ্বাস করে, যারা ভারতীয় আধিপত্য বিরোধিতায় বিশ্বাস করে, যারা এই গণঅভ্যুত্থান বিশ্বাস করে, সংস্কারে বিশ্বাস করে এবং যারা এই বাংলাদেশে যে জনআকাঙ্ক্ষার কারণে এ বিপ্লব হয়েছে সেটিতে বিশ্বাস করে তাদেরকে নিয়ে আগামীর সংসদ গঠিত হোক।’
এ সময় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, জয়নাল আবেদীন শিশির, কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাভিদ নওরোজ শাহ, কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান, সালাউদ্দিন জামিল সৌরভম কুমিল্লা মহানগর এনসিপির প্রধান সমন্বয়কারী সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.