ভয়েস নিউজ ডেস্ক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার অপরাধের যথাযথ শাস্তি হলে তা দৃষ্টান্ত হয়ে থাকবে। শেখ হাসিনা আমলের মতো নির্দেশিত আদালত এখন হবে না, সেটাই জনগণের বিশ্বাস।
সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে যারা অপরাধ করেছে, নির্দেশ দিয়েছে, তারাই এখন লজ্জাহীনভাবে বাসে আগুন দিচ্ছে। বিভিন্ন ব্যাংক থেকে লুটের টাকায় ককটেল কেনা হচ্ছে। পদ্মা সেতু ও মেট্রোরেলের আত্মসাতের টাকা থেকেই নাশকতার অর্থের যোগান আসছে।
তিনি জোর দিয়ে বলেন, আগুনের সাথে গণতন্ত্রকামী মানুষ ও বিএনপির কোনো সম্পর্ক নেই। আগুন ও সন্ত্রাস কারা করে, তার নমুনা এখন স্পষ্ট।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন প্রসঙ্গে রিজভী জানান, আগামী বৃহস্পতিবার তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা বা কোনো ধরনের আনুষ্ঠানিকতা না করার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, কেউ অনুষ্ঠান আয়োজনের কথা ভাবলে সেই অর্থ দান করে দিতে হবে।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি মন্তব্য করেন, আমরা একটি শান্তিময় বাংলাদেশ চাই, যেখানে সব দলের মানুষ তাদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে এবং ভোট হবে নির্বিঘ্ন, সুষ্ঠু ও সর্বসম্মুক্ত।
রিজভী আরও বলেন, শেখ হাসিনার অপরাধের যথাযথ শাস্তি হলে তা দৃষ্টান্ত হয়ে থাকবে। বিগত ফ্যাসিস্ট সরকার মিডিয়াকে নিয়ন্ত্রণ করে অপপ্রচার চালিয়েছে। শেখ হাসিনা আমলের মতো নির্দেশিত আদালত এখন হবে না, সেটাই জনগণের বিশ্বাস।
ভারত প্রসঙ্গে তিনি বলেন, ভারতে বসে শেখ হাসিনার নির্দেশনা দেওয়া আইনসম্মত নয়। ভারত কেন তা হতে দিচ্ছে? একজন অপরাধীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নাশকতার সুযোগ দেওয়া হচ্ছে, যা আইনের লঙ্ঘন। বাংলাদেশের মানুষ এটি ভালোভাবে দেখছে না; এমন আচরণ কাম্য নয়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.