ভয়েস প্রতিবেদক:
সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো সম্মাননায় ভূষিত হয়েছেন এশিয়ান টিভির উদীয়মান রিপোর্টার মোঃ ইরফান উদ্দিন ইরো। গত ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর ধানমন্ডি-২৭ এর ডব্লিউভিএ (WVA) অডিটোরিয়ামে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘স্মার্ট উদ্যোক্তা ফোরাম’-এর পক্ষ থেকে তাকে ‘বিজয় কীর্তিমান সম্মাননা-২০২৫’ প্রদান করা হয়।
সম্মাননা গ্রহণের পর কৃতজ্ঞতা প্রকাশকালে বর্তমান সময়ে আসা তরুণদের সাংবাদিকতার নানা নেতিবাচক দিক তুলে ধরেন। তিনি বলেন, “বর্তমানে নির্দিষ্ট রাজনৈতিক দলের গোলামি করা, সাংবাদিকতা শেখার আগেই চাঁদাবাজিতে লিপ্ত হওয়া,এই পেশায় অশিক্ষিত মানুষের অংশগ্রহণ বৃদ্ধিতে বিশৃঙ্খলা,এবং ছদ্মবেশে অপসাংবাদিকতার মাধ্যমে ব্যক্তিস্বার্থ হাসিলের প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে, তা থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে সরকারের যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি বলেন তিনি।
এটি ইরফানের দ্বিতীয় সম্মাননা এওয়ার্ড। এর আগে তিনি রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘বাংলার বীর ফাউন্ডেশন’-এর ১০ বছর পূর্তি উপলক্ষে ‘বর্ষসেরা সম্মাননা’ লাভ করেছিলেন। সেই অনুষ্ঠানে সমাজসেবা ও সাংবাদিকতা ক্যাটাগরিতে অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুনের হাত থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।
স্মার্ট উদ্যোক্তা ফোরাম আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক পানিসম্পদ ও ধর্মমন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, অভিনেতা সৈয়দ শুভ্র এবং সাংবাদিক পান্থ আফজালসহ অনেকেই।
সংগঠনের সাংগঠনিক সম্পাদিকা মাহফুজা শিউলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা এবং আবৃত্তি শিল্পী সৌখিন আজিজ। দেশের বিভিন্ন খাতের ৩০ জন গুণীজনকে তাদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই সম্মাননা প্রদান করা হয়।
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহ পরীর দ্বীপের সন্তান ইরফান উদ্দিন ইরো। তার বাবা হাজী মোঃ ইসলাম এবং মা মারিয়াম বেগম। তিনি শাহ পরীর দ্বীপ থেকে এসএসসি, উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি এবং কক্সবাজার সিটি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর (মাস্টার্স) শেষ করে সমাজসেবামূলক সংগঠন ও সাংবাদিকতায় সক্রিয় রয়েছেন। শৈশব থেকেই তিনি বিভিন্ন অরাজনৈতিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.