আবদুল আজিজ:
উখিয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রম শ্রদ্ধা জানিয়ে সু-বিশাল বাংলাদেশের একটি ফুলেল মানচিত্র এঁকেছেন সাইদুল ইসলাম নামের একটি আর্টিস ও ডিজাইনার। কোন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত না থাকলেও বেগম খালেদা জিয়ার বক্তব্যের শুরুতে ‘প্রিয় দেশবাসি’ বলার প্রতি অনুপ্রাণিত হয়ে তিনি একাজটি করেছেন।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশের উখিয়ার সোনারপাড়া সমুদ্রসৈকতে এই ফুলেল শ্রদ্ধাঞ্জলি স্থাপন করা হয়।
খবর পেয়ে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ শাহাজাহান চৌধুরী ও স্থানীয় নেতাকর্মীরা মানচিত্রটি পরিদর্শন করেন। এসময় শাহাজাহান চৌধুরী ফুলে আঁকা বাংলাদেশের মানচিত্র ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে কথা বলেন। এই ব্যতিক্রমী আয়োজনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশাপাশি সৈকত ভ্রমনে আসা পর্যটকদের শ্রদ্ধা নিবেদন, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও সাড়া ফেলেছে। সকাল থেকেই নানা শ্রেণি-পেশার মানুষ এসে এই ব্যতিক্রমী আয়োজন দেখেন ও শ্রদ্ধা জানান।
এধরণের মানচিত্র নির্মাণের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে সাইদুল ইসলাম বলেন- ‘ আমি কোন দলের রাজনৈতিক নেতা বা কর্মী নই। অথচ বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেকোনো বক্তব্যের শুরুতেই- ‘প্রিয় দেশবাসী’ নামে বক্তব্য দেয়া আমাকে মনের মাঝে ভীষনভাবে নাড়া দিত! একইভাবে আমি যখন প্রাইমারিতে পড়াকালীন সময়ে যখন হাফপ্যান্ট পরা বয়স ছিলো, তখন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা জিয়া পরিবার এবং জনগণের পছন্দের প্রতীক ধানের শীষের প্রতি ভালো লাগা শুরু হয়েছিল। যা একদম নিস্বার্থভাবে।’
সাইদুল ইসলাম আরো বলেন- ‘কখনো বেগম খালেদা জিয়াকে স্বচক্ষে দেখার সৌভাগ্য হয়নি। অনেক আশা ছিলো প্রিয় নেত্রীকে দেখার কিন্তু গনতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী আজ আমাদের মাঝে নেই।’
উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক। তার ত্যাগ, সংগ্রাম ও অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই ফুলেল শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে আমরা আমাদের ভালোবাসা ও সম্মান প্রকাশ করেছি’।
পরিদর্শন এসে কক্সবাজার জেলা বিএনপি সভাপতি ও সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন, ‘খালেদা জিয়ার নাম বাংলাদেশের ইতিহাসে অমলিন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। উখিয়ার নেতাকর্মীরা যে সৃজনশীল ও ব্যতিক্রমী উপায়ে তাকে শ্রদ্ধা জানিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। বিএনপি সবসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।’
ফুল দিয়ে তৈরি বিলবোর্ডটি বাংলাদেশের মানচিত্রের আদলে নির্মাণ করা হয়, যার মাঝখানে সংযোজন করা হয়েছে বেগম খালেদা জিয়ার প্রতিকৃতি। মানচিত্রটি তৈরী করতে তিনি ৫ হাজার ফুল ব্যবহার করেছেন। সমুদ্রপাড়ে ৩৫ ফিট লম্বা বাংলাদেশের মানচিত্র তৈরির, যা তৈরি করেছি প্রায় ৫ হাজার ফুলের মাধ্যমে এবং মানচিত্রের মাঝে ফুটিয়ে তুলেছে। মানচিত্রে ছবি প্রদর্শনের পাশাপাশি খতমে কুরআন এবং দোয়া মাহফিলের আয়োজন করি। শিল্প ও প্রার্থনার মাধ্যমে শোক প্রকাশের এই উদ্যোগ শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, চিত্র নির্মাতা সাইদুল ইসলাম পেশায় একজন উদ্যোক্তা, আর্টিস্ট, ডিজাইনার এবং পেইন্ট কনসালট্যান্ট। দীর্ঘদিন ধরে সৃজনশীল কাজের পাশাপাশি নানা সামাজিক ও মানবিক উদ্যোগে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। অতীতেও তিনি দেশপ্রেম, সমাজসচেতনতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছেন’।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.