বশির আলমামুন, চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নব নিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন দায়িত্ব পাওয়ার পর চসিকের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযানে নেমেছেন। এর অংশ হিসেনে রাজস্ব বিভাগের ২৪ কর্মকর্তাকে একযোগে বদলির আদেশ দেন। এরপর এবার প্রতিষ্ঠানটির ওয়ার্ড সচিব পর্যায়ে বড় ধরনের রদবদলের ঘটনা ঘটেছে।
দায়িত্ব নেয়ার দুই সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে শুদ্ধি অভিযানও বড় রদবদলের ফলে নড়েচড়ে বসেছে কর্মকর্তা-কর্মচারীরা। দুর্নীতিবাজ কর্মকতারা রয়েছে আতংকের মধ্যে। তারা এখন সতর্ক ভাবে পা ফেলছে। চসিক প্রশাসকের শুদ্ধি অভিযানকে নাগরিক সমাজ স্বাধুবাদ জানিয়েছে। অনেকে এ কার্যক্রমকে ইতিবাচক মনে করছে। সোমবার (১৭ আগস্ট) চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা সাক্ষরিত এক পত্রে এ আদেশ দেয়া হয়েছে।
চসিক সূত্রে জানা গেছে, প্রশাসকের অনুমোদনক্রমে প্রত্যেক ওয়ার্ডের সচিবদের বদলি করা হয়েছে। এর ফলে সিটি করপোরেশনে ৪১টি সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ১৪ ওয়ার্ডের কোনো ওয়ার্ডের সচিবই তার আগের কর্মস্থলে থাকবেন না। তবে বেশিরভাগ ক্ষেত্রে পাশাপাশি ওয়ার্ডের সচিবদের মধ্যে অদলবদল করেই এই রদবদলের আদেশ দেয়া হয়েছে। এর আগে ৪১ ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব ভাগ করে দেয়া হয় চসিকের ৩ কর্মকর্তার মধ্যে। র্দীঘদিন একজায়গায় থাকা দূর্ণীতিবাজদের বদলীর ফলে চসিকে নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি কমবে বলে মনে করেন নগরবাসী।
কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর মতে, এখন ওয়ার্ড কাউন্সিলররা নেই, এর ওপর সচিবরাও যদি নতুন হয় তবে ওয়ার্ডের কার্যক্রমে স্থবিরতা দেখা দেবে। মানুষজন না চিনার কারণে ওয়ারিশ সার্টিফিকেট, জন্মনিবন্ধন ও জাতীয়তা সনদ দিতে সমস্যায় পড়বে নতুন সচিবরা।ফলে মানুষের ভোগান্তির পাশাপাশি অনেকেরই অপকর্ম করার সুযোগ সৃষ্টি হবে। তবে বদলির কারণে কোনো সমস্যা হবে না বলে মনে করছেন চসিক প্রশাসক।
প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, ‘বদলির কারণে কোনো সমস্যা হবে না। সচিবরা মহল্লা কমিটি, স্থানীয়দের সঙ্গে আলাপ করে বিভিন্ন সনদ দেবেন।’ এতে অনিয়ম-দূর্নীতি রোধ হবে। নতুনদের মাঝে কাজে গতিশীলতা আসবে।
এদিকে নগরবাসীর মতে চসিকের স্টেট শাখাটি হল একটি অত্যন্ত গুরুতপূর্ণ বিভাগ। চসিক এলাকার সমস্ত জমি-জমা,স্থাপনার দেখবাল করেন এশাখাটি। তবে কিছু দুর্নীতিপরান কর্মকর্তা-কর্মচারী র্দীঘদিন ধরে দায়িত্বে থাকার কারণে এ শাখাটি অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে। সেবা নিতে আসা মানুষ এ শাখায় হয়রানির শিকার হচ্ছে। তাছাড়া দালালরা থাকে তৎপর। এ কারণে স্টেট শাখায় নজরদারী বাড়ানো দরকার বলে মনে করছেন নগরবাসী।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট চট্টগ্রাম সিটি করপোরেশনের নিয়মিত পর্ষদের মেয়াদ শেষ হয়েছে। এর আগে ২০১৫ সালের ৬ আগস্ট আ জ ম নাছির উদ্দীন মেয়রের দায়িত্ব নিয়েছিলেন।
নিয়ম অনুযায়ী মেয়াদপূর্তির ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সে হিসেবে ২৯ মার্চ ভোটের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন তফসিলও ঘোষণা করেছিল। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ভোটের এক সপ্তাহ আগে ২১ মার্চ নির্বাচন স্থগিত করে ইসি।স্থগিত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি দলটির নগর কমিটির সাধারণ সম্পাদক ও মেয়র আ জ ম নাছির উদ্দীন। তার বদলে নৌকার মনোনয়ন পান নগর কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী। অন্যদিকে বিএনপি থেকে মনোনয়ন পান দলটির নগর কমিটির সভাপতি শাহাদাত হোসেন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.