প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৪, ২০২৫, ৫:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২০, ২:২৭ পি.এম
রামুতে ৫ জনকে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

প্রেস বিজ্ঞাপ্তি :
রামুতে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে রামু কেন্দ্রীয় সীমা বিহারের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুরেশ বড়ুয়া, রামু বৌদ্ধ সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক বিপুল বড়ুয়া আব্বু, শিক্ষক বাবু প্রনয় বড়ুয়া ওপেল, রামু বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক রাশেদুল হক বাবু প্রমূখ। সমাবেশ সঞ্চালনা করেন প্রিয়ম বড়ুয়া রক্তিম৷ সমাবেশে হামলার ঘটনার জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবী জানানো হয়।
প্রসঙ্গত; গত ২৩ এপ্রিল বিকেলে জমি সংক্রান্ত বিরোধের সূত্র ধরে রামু মেরংলোয়া গ্রামের ফুটবলার শিপন বড়ুয়াসহ তার পরিবারের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। পরে এ ঘটনায় ১০ জনকে আসামী করে রামু থানায় মামলা করা হয়। এখনও কোন আসামীকে আটক করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী৷
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.