প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৫, ৯:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০২০, ১:৪৮ পি.এম
সিনহা হত্যা মামলা:এপিবিএনের আরও ২ সদস্য আদালতে

ভয়েস প্রতিবেদক:
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় রিমান্ডে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের দুই সদস্যকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে আনা হয়েছে।
বৃহস্পতি (২৭ আগস্ট) দুপুর ১ টার দিকে তদন্ত সংস্থা র্্যাব কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্ন ফারাহর আদালতে হাজির করা হয়েছে।
তারা হলেন এপিবিএন'র এসআই শাহজাহান ও কনস্টেবল রাজীব। এই দুই সদস্যকে বিচারকের হাস কামরায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সেখানে অবস্থান করছে। তবে আদালতে তাদের কি করা হবে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি আদালত বা আইনজীবিদের।
এর আগে বুধবার সন্ধ্যায় এপিবিএনের অপর সদস্য কনস্টেবল মোহাম্মদ আব্দুল্লাহ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এর আদালতে।
প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.