প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারের স্থানীয় বেসরকারি সংস্থা মুক্তি কক্সবাজার এর নতুন কার্যকরি কমিটি গঠিত হয়েছে। ২৮ আগস্ট স্থানীয় একটি তারকা হোটেলের সম্মেলন কক্ষে বার্ষিক সাধারণ সভায় দৈনিক আমাদের সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সন্তোষ শর্মাকে সভাপতি ও বাবলা পালকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরি কমিটি গঠিত হয়।
কমিটির অন্যান্য কর্মকতারা হলেন, সহ সভাপতি অধ্যাপক জেবুন্নেছা, সহ সাধারণ সম্পাদক এডভোকেট সুরঞ্জিত পাল, সদস্য ডা: বিমল চৌধুরী, ডা: মেজবাহ উদ্দিন আহমেদ, অধ্যক্ষ অজিত দাশ, মন্দিরা পাল, সোহেল আহমদ বাহাদুর ও সাবিনা ইয়াসমিন। উক্ত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক জেবুন্নেছা।
আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তি, এডভোকেট সুজিত চৌধুরী, এডভোকেট শিবুলাল দেবদাশ, ডা: বিমল চৌধুরী, অধ্যক্ষ অজিত দাশ, এডভোকেট রঞ্জিত দাশ, ডা: মেজবাহ উদ্দিন আহমেদ, রতন দাশ, শিক্ষিকা মাসুদা মোর্শেদা আইভি। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক বাবলা পাল ও মুক্তি কক্সবাজার এর প্রধান নির্বাহী বিমল দে সরকার।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.