চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামে ২৪ ঘন্টায় ৯৭১ টি নমুনা পরীক্ষায় নতুন ভাবে ৫৪ জনের করোনা সনাক্তÍ হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৬৪৪ জনে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য প্রকাশ হয়। প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের সরকারি ও বেসরকারি মিলে ৬টি ল্যাবে ও কক্সবাজার ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৪৫টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৪৯টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩০২টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১০৬টি, ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবেরসধমব৬৮টি ও শেভরন ল্যাবে ৫৫টি নমুনা পরীক্ষা করা হয়।
এতে চবি ল্যাবে ৯ জন, বিআইটিআইডি ল্যাবে ৬ জন, চমেক ল্যাবে ১৮ জন, সিভাসু ল্যাবে ৪ জন, ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ৫ জন এবং শেভরন ল্যাবে ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪৬টি নমুনা পরীক্ষা করে ৯ জনের শরীরের করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৫৪ জন নতুনভাবে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৯৭১টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরীর ৩৬ জন এবং উপজেলার বাসিন্দা ১৮ জন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.