ভয়েস নিউজ ডেস্ক:
দেশে করোনাভাইরাস (কভিড-১৯) থেকে সেরে ওঠার সংখ্যা ১৭৭ থেকে একলাফে ১০৬৩ জনে দাঁড়িয়েছে। রবিবার আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।
সুস্থের সংখ্যা হঠাৎ এমন বৃদ্ধির ব্যাখ্যায় তিনি বলেন, কাদেরকে সুস্থ বলা হবে সে ব্যাপারে বাংলাদেশের ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কমিটির দেওয়া একটি নতুন গাইডলাইন অনুসরণ করা হয়েছে।
অধ্যাপক সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৬৮ নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৬৬৫ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। একদিনে এত আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত সর্বাধিক। এ নিয়ে মোট ৯ হাজার ৪৫৫ জন করোনা রোগী শনাক্ত হলো।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত্যু তালিকায় আরও দুজন যুক্ত হয়েছেন। দুজনই ঢাকার বাইরে। তাদের মধ্যে ১১-২০ বছর বয়সের একজন রয়েছে। অন্যজন ষাটোর্ধ্ব। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১৭৭ জনে দাঁড়িয়েছে।
ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৬৫ জনে আইসোলেশনে নেওয়া হয়েছে। বর্তমানে আইসোলেশনে আছে ১ হাজার ৬৩৭ জন।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.