ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার শহরে কাঁচা মরিচের দাম আকাশচুম্বি। প্রতি কেজি কাঁচা মরিচের দাম ১৬০ থেকে ২০০ টাকা! হঠাৎ এমন অবিশ্বাস্য দামে কক্সবাজার জেলায় বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। এ নিয়ে ক্রেতা-বিক্রেতাদের বাকবিতণ্ডা চলছে কাঁচা বাজারের দোকানে দোকানে। দাম বেড়ে যাওয়ায় অতিষ্ঠ ক্রেতারা। প্রয়োজনের তুলনায় বাজারে কাঁচা মরিচের পরিমাণ অনেক কম থাকায় বাধ্য হয়ে চড়া দামে কিনতে হচ্ছে। তবে কাঁচা মরিচের দাম কমার আপাতত কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ক্ষুদ্র ব্যবসায়ীরা বলেছেন, বন্যা ও অতি বৃষ্টি কারণে খেতের মরিচ পচে গেছে। মরিচ নেই। তাই মরিচের বাজারে আগুন লেগেই আছে।
১১ সেপ্টেম্বর শুক্রবার কক্সবাজার পৌরসভা বাহারছড়া সরজমিনে কাচা বাজারে ঘুরে দেখা যায়, প্রায় দোকানে কাঁচা মরিচ একটু আমদানি কম হওয়ায় পুরো বাজারে দুই-একজন ব্যবসায়ীর কাছে অল্প মরিচ রয়েছে। এগুলো তারা নিজেদের মতো করে দাম নির্ধারণ করে বিক্রি করছেন। প্রতি ১০০ গ্রাম ২০ থেকে ২৫ টাকা দাম হাঁকছেন। তবে কোথাও কোথাও প্রতি কেজি ২৫০ টাকা দরেও বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা।
শহরের পাশাপাশি এই চিত্র উপজেলার অন্যান্য বাজারেও চলছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।লিংক রোড বাজারেও প্রায় দুই ৫০’ টাকায় কেজি বিক্রি হয়েছে। মরিচের সরবরাহ অস্বাভাবিকভাবে কমে গেছে বলে জানালেন কক্সবাজার শহরের কাঁচা বাজারের এক ক্ষুদ্রব্যবসায়ী শহীদুল ইসলাম । সিরাজুল হক নামে আরেক ব্যবসায়ী বলেন, প্রতিদিন আমি ৩০ কেজি মরিচ এনে এখানে বিক্রি করতাম। আজ মরিচ এনেছি ৫ কেজি। কক্সবাজার জেলার বাংলাবাজারে আসা হাজীপাড়া গ্রামের মিজানুর রহমান , ১০০ গ্রাম কাঁচা মরিচ ২৫ টাকায় কিনেছেন।সালা উদ্দিন জানান, আধাপোয়া মরিচ ৩০ টাকায় কিনে বাড়ি ফিরেছন। পাশে থাকা দোকানদার বলেন, আগে এক কেজি আধা কেজি কিনতেন এমন ক্রেতারা এখন ১০০ গ্রাম করে মরিচ নিয়ে ঘরে ফিরছেন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.