শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১২:১৪ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
‘‘টিকাদান কর্মসূচীর সফলতায় বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে অবস্থান করেছে। বর্তমানে ১০টি প্রতিরোধ মূলক রোগের টিকা প্রয়োগ করা হচ্ছে। আগামীতে কোভিড টিকাও এতে সংযুক্ত হবে। মূলত: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যকর পদক্ষেপে এবং অংশীজনদের সহযোগীতায় এ সাফল্য বয়ে এনেছে।’’
ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয় আয়োজিত ইপিআই কর্মসূচী বাস্তবায়নের অংশীজনদের সহিত মতবিনিময় সভায় প্রধান অতিথির
বক্তব্যে সিভিল সার্জন ডা: মো: মাহবুবুর রহমান কথাগুলো বলেন।
১৫ মার্চ বুধবার সকাল ১০টায় ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপ পরিচালক ফাহমিদা বেগম। স্বাগত বক্তব্য রাখেন সহকারি পরিচালক সরওয়ার আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার বক্ষব্যাধি হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা: মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে জেলার ৮ উপজেলা থেকে ১৫জন নেতৃস্থানীয় ইমাম ও ১৫ জন শিক্ষিকা মোট ৩০ জন অংশগ্রহন করেন।
তাঁরা মাঠ পর্যায়ে প্রতি উপজেলায় ৬টি করে মোট ৪৮টি উঠান বৈঠক বাস্তবায়ন করবেন।
ভয়েস/আআ