বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রামুতে র‌্যাবের অভিযানে মাটির নিচে মিলল ৫ অস্ত্র-গুলি বাংলাদেশের ধর্মীয় রাষ্ট্রীয় স্বাধীনতা, সকল ধর্ম, বর্ণ গোত্র’র সৌহার্দপূর্ণ নাগরিক এবং সামাজিক সম্প্রীতির অভিযাত্রা হোক সবার অঙ্গীকার চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা ও পুলিশের ওপর হামলা মামলায় ১২ জন রিমান্ডে বিজয় দিবসে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাব তলব ‘জয় বাংলা’ আর জাতীয় স্লোগান নয় নাফনদীতে নৌযান চলাচলে সতর্ক করে মাইকিং ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করা হাইকোর্টের রায় স্থগিত আরাকান আর্মির দখলে বাংলাদেশ-মিয়ানমারের ২৭০ কিমি সীমান্ত হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন শমী কায়সার

কাউন্সিলর শাহাবউদ্দিনকে বহিষ্কারের দাবি জানিয়েছে পৌর আওয়ামী লীগ

প্রেসবিজ্ঞপ্তিঃ

কক্সবাজার পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডের বিতর্কিত কাউন্সিলর শাহাবউদ্দিন সিকদারকে পৌর পরিষদ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে কক্সবাজার পৌর আওয়ামী লীগ। ইয়াবা ব্যবসায়ীদের পৃষ্ঠপোষক, একাদিক নারী কেলেঙ্কারীর হোতা এবং বিএনপি জামায়াতের এজেন্ড হয়ে সরকারের সুনাম ক্ষুন্নের জড়িত থাকার অভিযোগে এই কাউন্সিলরের বহিষ্কারের দাবি জানিয়েছে কক্সবাজার পৌর আওয়ামীলীগ। অনৈতিক কাজ ও মাদকব্যবসায় জড়িত এই কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানিয় সরকার মন্ত্রনালয়, জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কাছেও অনুরোধ জানিয়েছে কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নজিবুল ইসলাম ও সাধারন সম্পাদক উজ্জ্বল কর।

এক বিবৃতিতে কক্সবাজার পৌর আওয়াসীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক জানান, শাহাবউদ্দিন সিকদার একজন ইয়াবার গডফাদার, তার বিরুদ্ধে আলির জাহান, এসএম পাড়া, সিটি কলেজ এলাকায় টেকনাফের মাদক ব্যবসায়ীদের নিয়ে ইয়াবা ব্যবসার অভিযোগ আছে। বিভিন্ন সময় কাউন্সিলার শাহাবউদ্দিন সিকদারের বিরুদ্ধে এসব অভিযোগ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

এছাড়া একজন নারীর সাথে কাউন্সিলর শাহাবউদ্দিন সিকদারের অবৈধ সম্পর্কের ভিডিও পুরো দেশে কক্সবাজার পৌরবাসী, পৌর পরিষদ ও আওয়ামীলীগের সম্মান হানী করেছে। শাহাবউদ্দিন সিকদার নিজে পরনারীর সাথে অনৈতিক সম্পর্ক করে, নিজেই সেই নারীর গোপন ভিডিও ধারন করে ব্লেকমেইল করে আসছিলো। ঐ নারী শাহাবউদ্দিন সিকদারের সাথে অনৈতিক সম্পর্ক করতে অনিহা প্রকাশ করায় কাউন্সিলর শাহাবউদ্দিন নিজে ঐ গোপন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। এতোবড় জঘন্য অপরাধ করেও এই কাউন্সিলরের বিরুদ্ধে কোন ধরনের আইনি পদক্ষেপ নেয়া হয়নি।

কক্সবাজার পৌর আওয়ামী লীগের পক্ষে অভিযোগ করা হয়, শাহাবউদ্দিন সিকদার আওয়ামী লীগের সহযোগি সংগঠনের নেতা পরিচয় দিলেও সে মুলত বিএনপি, জামায়াতের এজেন্ট। অতিতে শাহাবউদ্দিন সিকদার ছাত্রদল ও যুবদলের রাজনীতি করতো। তার আপন ছোটভাই কক্সবাজার শহর ছাত্রদল ও সিটি কলেজ ছাত্রদলের শীর্ষ নেতা। কক্সবাজারেে জামায়াত-বিএনপির জালাও পৌড়াও ও নৈরাজের পরিকল্পনা হতো তার শাহাবউদ্দিন সিকদারের ঘরে। এইসব নাশকতার ঘটনায় শাবাউদ্দিন সিকদারের ভাই সহ পরিবারের একাধিক সদস্য নাশকতার মামলার আসামী।

এই মহামারী করোনার সময়ও শাহাবউদ্দিন সিকদার বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করছে। কক্সবাজার পৌর সভায় সরকারের ত্রান কার্যক্রমকে বিতর্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত এই শাহাবউদ্দিন সিকদার। সেই লক্ষে কয়েক দিন ধরে শাহাবউদ্দিন সিকদার পৌর আওয়ামীলীগ নেতা ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

বিএনপি-জাসায়াতের পরিবারের সদস্য, সরকার বিরোধী ষড়যন্ত্রকারী, ইয়াবার গডফাদার ও নারী কেলেঙ্কারীতে জড়িত এই কাউন্সিলারকে কক্সবাজার পৌর পরিষদ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে পৌর আওয়ামীলীগ। এই বিষয়ে ব্যবস্থা নিতে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান সহ সংশৃষ্ঠ সকলের প্রতি আহবান জানান কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নজিবুল ইসলাম ও সাধারন সম্পাদক উজ্জ্বল কর।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION