রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

দেশে করোনায় আরও ৭৭ জনের মৃত্যু

করোনা, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

করোনাভাইরাসে গত চব্বিশ ঘণ্টায় দেশে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৯৫৫ জন।বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দৈনিক মৃত্যু ও রোগী শনাক্তের সংখ্যা কমেছে। গতকাল একদিনে ৭৮ জনের মৃত্যু এবং ৩ হাজার ৩১ জন রোগী শনাক্তের তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে জাননো হয়, গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ২০৬টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৯৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে।এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৫৪ হাজার ৬১৪ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।এই সময়ে ৭৭ জনের মৃত্যুতে মোট মৃ্ত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৩০৫ জন।

গত এক দিনে আরও ৫ হাজার ৩৯২ জন সেরে উঠেছেন। মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৭২ হাজার ৩১৯ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। গত বছরের মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল।

এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র। মধ্যে কয়েক মাস ধরে শনাক্তের চেয়ে সুস্থ বেশি হওয়ায় দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে আসছিল। কিন্তু মার্চ থেকে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও আবার বাড়তে শুরু করেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION