বুধবার, ০৯ Jul ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে ৯ দিনে ৭৮৭ মিলিমিটার বৃষ্টিপাত, অর্ধশতাধিক গ্রামে জলাবদ্ধতা হিমছড়ি সৈকতে ভেসে গিয়ে নিখোঁজ দুই শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার শহর গ্রামে বেড়েছে চোরের উপদ্রব মহেশখালীর সব্বির আহমেদ, আব্দুল জলিল ও মৌলানা ইলিয়াসের মৃত্যুতে ডক্টর হামিদুর রহমান আযাদের শোক হোয়াইট হাউসের ধন্যবাদ পেল পাকিস্তানের সেনাপ্রধান ‘ভালো’ বলা পর্যবেক্ষকদের আগামী নির্বাচনে পর্যবেক্ষণে না নেয়ার ইঙ্গিত সিইসির এসএসসির ফল প্রকাশ ১০ জুলাই দুপুর ২টায় প্রধান উপদেষ্টা ও তাসনিম জারাকে নিয়ে কটুক্তিকারী মেকানিক রেজাউল বরখাস্ত হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু কক্সবাজারে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত

মিয়ানমারের জেনারেলদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক আদালত

রোহিঙ্গা,ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমার সেনাবাহিনীর সিনিয়র জেনারেল মিং আং হ্লাইং ও তার দোসরদের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ আমলে নিয়েছে আর্জেন্টিনার একটি আদালত। এই যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে মিয়ানমার সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তকর্তাদেরকে গণহত্যার দায়ে বিচারের সম্মুখীন হতে হবে।

রবিবার (২৮ নভেম্বর) বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশনের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (২৬ নভেম্বর) আর্জেন্টিনার ফেডারেল ক্রিমিনাল কোর্ট নিশ্চিত করে যে ‘সর্বজনীন বিচারিক নীতির’ আওতায় মিয়ানমারের জেনারেলদের বিরুদ্ধে এই মামলা পরিচালিত হবে। এর আগে ২০১৯ সালে বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন আদালতের কাছে এ বিষয়ে মামলা পরিচালনার আবেদন করে। দুই বছর ধরে বিষয়টি বিবেচনার পর মামলা পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত দিলো আদালত।

২০১৯ সালে আবেদন পাওয়ার পর থেকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সঙ্গে যোগাযোগ রেখেছে আর্জেন্টিনার আদালত। এরমধ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের গোটা বিষয়টি নিয়ে মামলা হবে আর্জেন্টিনায় এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ওপর নির্যাতনের মামলা পরিচালনা করবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট।

আর্জেন্টিনার আদালত তার বক্তব্যে বলেছে, বাস্তবতা এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এত বেশি পরিমাণ হয়েছে যে, আর্জেন্টিনাতে এই মামলার তদন্ত হতে পারে।

প্রসঙ্গত, রোহিঙ্গাদের ওপর দীর্ঘদিন ধরে অমানবিক নির্যাতন চালিয়ে আসছে মিয়ানমার সরকার। ২০১৭ সালে গণহত্যার মাধ্যমে আট লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য করে।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, ‘রোহিঙ্গাদের ওপর যে নিপীড়ন চালানো হয়েছে এবং হচ্ছে, সেটির জন্য যারা দায়ী, তাদের দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

প্রক্রিয়াটিকে একটি গেম চেঞ্জার হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘রাখাইনে যে গণহত্যা হয়েছে, সেটির দাবি আরও জোরালো হবে আর্জেন্টিনার আদঅরতের আগ্রহের ফলে।’

ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এবং আর্জেন্টিনার কোর্টে রোহিঙ্গা নিয়ে মিয়ানমার শাসক গোষ্ঠীর বিরুদ্ধে মামলা বা তদন্ত চলমান আছে। এর মাধ্যমে পূর্ণ অধিকার নিয়ে রোহিঙ্গারা আবার রাখাইনে ফেরত যেতে পারবে বলে মনে করেন এই সাবেক পররাষ্ট্র সচিব।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION